স্মার্টফোনের চার্জের তথ্য শেয়ার করবে গুগল ম্যাপস

গুগল ম্যাপে নতুন এক ফিচার আনছে ওয়েব জায়ান্ট গুগল। এর মাধ্যমে ব্যবহারকারী এই অ্যাপ থেকে কোনো তথ্য শেয়ারের সময় এর সঙ্গে তার স্মার্টফোনের ব্যাটারির চার্জ কতটুকু বাকি তাও যুক্ত হবে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2018, 03:24 PM
Updated : 3 August 2018, 03:24 PM

বৃহস্পতিবার প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে বলা হয়, “আপনি যখন গুগল ম্যাপস অ্যাপ থেকে কারও সঙ্গে আপনার অবস্থানের তথ্য শেয়ার করেন, এটি আপনার বন্ধুর ম্যাপে দেখা যায়, এটি ব্যবহার করে তারা আপনি ঠিক কোথায় আছেন তা বুঝতে পারেন। ব্যাটারির তথ্য নিয়ে নতুন আপডেটের ফলে, কেউ হারিয়ে গেলে বা তার গন্তব্যে পৌঁছে গেলে কেনো তিনি আপনাকে কল করে জানাননি তা বোঝা সহজ হবে।”

ব্যবহারকারীদের নিরাপত্তার ক্ষেত্রে এই ফিচার অনেক সম্ভাবনাময় বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

এখন কেউ অবস্থানের তথ্য শেয়ার করার পর তিনি যদি পোঁছে চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে না জানাতে না পারেন, যার সঙ্গে অবস্থানের তথ্য শেয়ার করা হয়েছে তার আর উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তথ্য শেয়ারকারীর স্মার্টফোনের ব্যাটারির চার্জ দেখলেই এ পাশ থেকে তা ধারণা করা যাবে।  

চলতি বছর ফেব্রুয়ারিতে প্রযুক্তি সাইট অ্যান্ড্রয়েড পুলিশ এই ফিচার প্রথম শনাক্ত করে।