বড় ব্যাটারির ইভলভ সিরিজ ফোন আনলো ব্ল্যাকবেরি

বড় ব্যাটারির নতুন ইভলভ সিরিজের দু’টি স্মার্টফোন উন্মোচন করেছে ব্ল্যাকবেরি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2018, 02:44 PM
Updated : 3 August 2018, 02:44 PM

স্মার্টফোন দু’টি বাজারে আনতে ভারতীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান অপ্টিমাস-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে কানাডীয় প্রযুক্তি প্রতিষ্ঠানটি। নতুন উন্মোচন করা স্মার্টফোন দু’টি হলো ব্ল্যাকবেরি ইভলভ এবং ইভলভ এক্স।

নতুন দু’টি ডিভাইসেই ১৮:৯ অনুপাতের পর্দা ব্যবহার করেছে ব্ল্যাকবেরি। ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারির স্মার্টফোন দু’টি চলবে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও সংস্করণে, বলা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে।

সম্প্রতি বাজারে এসেছে ব্ল্যাকবেরির কি২ অ্যান্ড্রয়েড স্মার্টফোন। এই ডিভাইসের মতো কোয়ার্টি কিবোর্ড রাখা হয়নি নতুন ইভলভ সিরিজে।

নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেইস-আনলক ফিচার রয়েছে ডিভাইসগুলোতে। ইউএসবি-সি পোর্টের মাধ্যমে রিচার্জের পাশাপাশি ওয়্যারলেস চার্জিং সমর্থন করবে স্মার্টফোন দু’টি।

অগাস্ট মাসের শুরুতে ৩৬৫ মার্কিন ডলারে বাজারে আসবে ইভলভ। আর ৫১০ ডলার মূল্যের ইভলভ এক্স বাজারে আসবে সেপ্টেম্বরের মাঝামাঝি।

ব্ল্যাকবেরি ইভলভ-এর র‍্যাম বলা হয়েছে ৪ গিগাবাইট। আর বেশি দামের ইভলভ এক্স-এর র‍্যাম ৬ গিগাবাইট।