বিশ্বের প্রথম পাবলিক প্রতিষ্ঠান হিসেবে এক ট্রিলিওন ডলারের বাজারমূল্য স্পর্শ করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।
Published : 03 Aug 2018, 04:49 PM
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির প্রতি শেয়াররের মূল্য রেকর্ড ২০৭.৩৯ ডলার হয়, এর মাধ্যমে প্রতিষ্ঠানটির বাজারমূল্য নতুন এই মাইলফলকে পৌঁছেছে। মঙ্গলবার থেকে প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য বাড়ছে, এর আগে প্রতিষ্ঠানটি চলতি বছর জুন পর্যন্ত প্রান্তিকে প্রত্যাশার চেয়েও বেশি আয়ের তথ্য প্রকাশ করে।
প্রথম ট্রিলিওন ডলার প্রতিষ্ঠান হওয়ার দৌড়ে সিলিকন ভ্যালিতে মাইক্রোসফট আর অ্যামাজনের মতো প্রযুক্তি জায়ান্টদের হারিয়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি, খবর বিবিসি’র।
২০০৭ সালে আইফোন বিক্রির শুরুর পর অ্যাপলের শেয়ারমূল্য ১১০০ শতাংশ বেড়ে যায়।
১৯৮০ সালে প্রতিষ্ঠানটি প্রথম শেয়ারবাজারে যাত্রা শুরুর পর এই শেয়ারমূল্য বেড়েছে ৫০ হাজার শতাংশ।
বর্তমান প্রধান নির্বাহী টিম কুক-এর আগে অ্যাপলের প্রধান নির্বাহী ছিলেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস। আইফোনের উন্নয়ন নিয়ে তদারকিও তিনিই করতেন, এই আইফোনই অ্যাপলের সৌভাগ্য হয়ে দাঁড়িয়েছে।
২০০৬ সালে অ্যাপলের আয় ছিল দুই হাজার কোটি ডলারেরও কম আর লাভ ছিল প্রায় দুইশ’ কোটি ডলার। অন্যদিকে, ২০১৭ সালে প্রতিষ্ঠানটির আয় ছিল ২২,৯০০ কোটি ডলার আর লাভের অংকটা ৪৮৪০ কোটি ডলার। ২০১৭ সালে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়।
আরও খবর-