হোয়াটসঅ্যাপ-এ এলো গ্রুপ ভিডিও কলিং

প্রত্যাশিত সময়ের আগেই গ্রুপ কলিং ফিচার চালু করেছে ফেইসবুক মালিকানাধীন চ্যাটিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2018, 11:03 AM
Updated : 31 July 2018, 11:03 AM

চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত ফেইসবুকের এফ৮ ডেভেলপার সম্মেলনে ঘোষণা করা হয় হোয়াটসঅ্যাপের ভয়েস ও ভিডিও কলিংয়ে যোগ করা হবে গ্রুপ কলিং। বছরের শেষ দিকে এটি চালু করার কথা ছিল।

সোমবার থেকে সংকেতায়িত মেসেজিং অ্যাপটির আইওএস এবং অ্যান্ড্রয়েড সংস্করণ গ্রাহকদের জন্য ফিচারটি উন্মুক্ত করা হয় বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।

গ্রাহক বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেনো নতুন গ্রুপ কলিং ফিচারে চারজন পর্যন্ত একসঙ্গে কথা বলতে পারবেন।

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে বলা হয়, ফিচারটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি দূর্বল নেটওয়ার্কেও কাজ করে এবং গ্রাহক কোনোভাবে অনলাইন হতে পারলেই তার পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে ভিডিও চ্যাট করতে পারেন।

প্ল্যাটফর্মটিতে চ্যাটিংয়ের মতোই কলগুলোও এন্ড-টু-এন্ড এনক্রিপশন করা থাকবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

বছরের শুরুতে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে বলা হয়, তাদের মাসিক সক্রিয় গ্রাহক সংখ্যা দেড়শ’ কোটি। ২০১৬ সালে প্রথম ভিডিও কলিং ফিচার চালু করে হোয়াটসঅ্যাপ। আর ২০১৪ সালে আনা হয় ভয়েস কলিং।