প্রাইম ভিডিও’র নকশা বদলাচ্ছে অ্যামাজন

নিজেদের মোবাইল প্রাইম ভিডিও ইন্টারফেইস নতুনভাবে নকশা করা নিয়ে পরিকল্পনা করছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2018, 07:05 PM
Updated : 30 July 2018, 07:05 PM

২৮ জুলাই টেলিভিশন ক্রিটিকস অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলনে অ্যামাজনের পক্ষ থেকে তাদের আসন্ন টেলিভিশন প্রকল্প নিয়ে বিভিন্ন আপডেট দেখানো হয়। অ্যামাজন স্টুডিও প্রধান জেন সালকে-কে এই অনুষ্ঠানে তাদের নতুন একটি ফোনের কাজ নিয়ে জিজ্ঞাসা করা হয়। এই নতুন ফোনের ইন্টারফেইসের একটি প্রটোটাইপ দেখেছেন বলে জানান তিনি। শুধু তাই নয় তার কার্যালয়ে একটি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি, খবর প্রযুক্তি সাইট ভার্জ-এর।

সালকে স্টুডিও খাতে প্রতিষ্ঠানটির ক্রমবর্ধমান প্রচেষ্টা ব্যবস্থাপনা করছেন। “এ নিয়ে কোনো তারিখ বেঁধে দেওয়াটা জরুরী নয়” বলে মন্তব্য তার। প্রতিষ্ঠানটির “একটি প্রটোটাইপ ফোন আছে যা আমাকে ইন্টারফেইসটি দেখিয়েছে, এটি নিয়ে তারা কাজ করছে- এটি এখনও তৈরির মাঝামাঝি আছে আর শীঘ্রই আসছে” বলে মন্তব্য করেন তিনি।

পরবর্তীতে অ্যামাজন স্পষ্ট করে জানায়, তিনি শুধুই প্রাইম ভিডিও অ্যাপের জন্য প্রটোটাইপ ইউজার ইন্টারফেইসের কথা বলেছেন, কোনো প্রটোটাইপ ফোন নয়।