‘ক্লিয়ারলি হোয়াইট’ রঙে আসবে পিক্সেল ৩?

সামনের কয়েক মাসের মধ্যে পিক্সেল ৩ আর পিক্সেল ৩ এক্সএল নামের নতুন স্মার্টফোন উন্মোচনের আশা করছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। এবার এই স্মার্টফোনগুলো ‘ক্লিয়ারলি হোয়াইট’ বা একদম সাদা রঙে আনা হতে পারে বলে খবর প্রকাশ করেছে আইএএনএস।  

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2018, 07:03 PM
Updated : 30 July 2018, 07:03 PM

সফটওয়্যার নির্মাতাদের ফোরাম এক্সডিএ ডেভেলপার্স ফোরাম-এ ‘ড. গুরু’ নামের এক ব্যবহারকারী এই স্মার্টফোনের সম্ভাব্য তিনটি ছবি প্রকাশ করেছেন।

সোমবার প্রযুক্তি সাইট টেকরেডার-এর প্রতিবেদনে বলা হয়, “এই ছবিগুলো, যেগুলোকে পিক্সেল এক্সএল-এর ‘ক্লিয়ারলি হোয়াইট’ সংস্করণ বলা হচ্ছে, তা গুগলের আসন্ন ফ্যাবলেট নিয়ে আগের প্রতিবেদনগুলো সমর্থন করছে, এর মধ্যে এই হ্যান্ডসেটের সামনে একটি নচ থাকা, দুটি সামনের ক্যামেরা আর নিচের দিকে সামনের দিকে মুখ করা একটি স্পিকার থাকার গুঞ্জনও রয়েছে।”

এই স্মার্টফোনে ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ থাকার কথা রয়েছে।

ছবিতে এই ডিভাইসের পেছনে পিক্সেল-এর সিগনেচার টু-টোন ইফেক্ট না রেখে, এখানে পুরো কাচের প্যানেল দেখা গিয়েছে।

আগের পিক্সেল স্মার্টফোন আনার মতো গুগল যদি একই সময় ঠিক রাখে তবে চলতি বছর ৪ অক্টোবর নতুন এই স্মার্টফোন আনা হবে বলে আশা করা যেতে পারে, এমনটাই বলা হয়েছে প্রতিবেদনে।