জাপানে বন্যাদুর্গতদের পণ্য ফ্রি সারাবে অ্যাপল

জাপানে বন্যাদুর্গত গ্রাহকদের পণ্য বিনামূল্যে সারানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2018, 12:52 PM
Updated : 30 July 2018, 12:52 PM

চলতি মাসের শুরুতে প্রবল বৃষ্টিতে দেশটির পশ্চিমাঞ্চল বন্যায় আক্রান্ত হয়। বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্থ অ্যাপল পণ্য সারাতে কোনো মূল্য নেবে না প্রতিষ্ঠানটি-- বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

আইফোন, আইপ্যাড, আইপড, ম্যাক কম্পিউটার, অ্যাপল ওয়াচ এবং অ্যাপল ডিসপ্লে’র জন্য এই সেবা দেবে অ্যাপল।

সোমবার জাপান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, সরাসরি বৃষ্টি দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে এ ধরনের যে ডিভাইসগুলো সারানো সম্ভব সেগুলোর জন্য আবেদন করতে পারবেন গ্রাহক।

শুধু ব্যক্তিগত ক্রেতাদেরকেই বিনামূল্যে পণ্য সারানোর সুযোগ দেবে অ্যাপল। যেসব প্রতিষ্ঠান ব্যবসায়িক কাজে অ্যাপল পণ্য ব্যবহার করে থাকে তারা এই সেবার আওতায় পড়বে না।

জাপানের পশ্চিমাঞ্চলে ভারী বর্ষনের কারণে বন্যা এবং ভূমিধসে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২২৪ জন।

আগের সপ্তাহ পর্যন্ত এই অঞ্চলের হাজারো বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।