জাকারবার্গ পরিবারের নিরাপত্তায় খরচ কোটি ডলার
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jul 2018 03:41 PM BdST Updated: 27 Jul 2018 03:41 PM BdST
-
ফেইসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ছবি: ফেইসবুক
প্রতিষ্ঠান প্রধান মার্ক জাকারবার্গের পরিবারের নিরাপত্তা বাড়াতে শুল্ক-পূর্ববর্তী ভাতায় বছরে এক কোটি মার্কিন ডলার ব্যয়ের অনুমোদন দিয়েছে ফেইসবুক।
বৃহস্পতিবার এসইসি নথিতে এ খবর জানানো হয়েছে। আগের বছর জাকারবার্গের নিরাপত্তায় ব্যয় হয়েছে মোট ৭৩ লাখ মার্কিন ডলার। এ বছর ভাতার পরিমাণ আরও বাড়িয়েছে প্রতিষ্ঠানটি-- খবর সিএনবিসি’র।
নথিতে ফেইসবুক জানায়, “জাকারবার্গের সার্বিক নিরাপত্তায় চলমান ভাতার সঙ্গে বাড়তি অর্থ যোগ হচ্ছে। এর মাধ্যমে তার নিরাপত্তা কর্মকর্তাদের খরচ, বাড়িতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা বসানো ও সেগুলোর তদারকি এবং ব্যক্তিগত ভ্রমণের জন্য ব্যক্তিগত প্লেন ব্যবহারের খরচ রয়েছে।”
ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, জাকারবার্গকে দেওয়া এই ভাতা তিনি নিরাপত্তা কর্মীদের বেতন, যন্ত্রাংশ, সেবা, বাসস্থানের উন্নতি এবং অন্যান্য কাজে ব্যবহার করতে পারেন।
প্রতিষ্ঠানটি আরও জানায়, তারা ফেইসবুকে জাকারবার্গের “পদ এবং গুরুত্ব বিবেচনায় নিয়েছে, এর সঙ্গে তার বেতনও, আগের বছর যা ছিল এক ডলার।”
“কমিটি মনে করে তার এই বাড়তি ভাতার সঙ্গে জাকারবার্গের চলমান সার্বিক নিরাপত্তা ব্যয় যথাযথ এবং এই পরিস্থিতিতে জরুরী,”-- এসইসি নথি।
২০১৫ সাল থেকে বেড়ে চলেছে জাকারবার্গের ব্যক্তিগত নিরাপত্তা ভাতা। সে বছর তার নিরাপত্তা ভাতার পরিমাণ ছিল ৪২ লাখ মার্কিন ডলার।
ফেইসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গের জন্যও অনুমোদিত নিরাপত্তা প্রোগ্রাম রয়েছে। আগের বছর তার নিরাপত্তা ব্যয় ছিল ২৭ লাখ মার্কিন ডলার।
-
বন্ধ হচ্ছে মেটার ডিজিটাল ওয়ালেট ‘নোভি’
-
মোবাইল অ্যাপে ‘পডকাস্ট ক্রিয়েশন টুল’ আনছে স্পটিফাই
-
‘এলজিবিটি সার্চ’ নিষিদ্ধ আমিরাতের অ্যামাজনে
-
‘অনলাইন স্ট্যাটাস’ আড়ালের সুবিধা আসবে হোয়াটসঅ্যাপে?
-
যানবাহনেও আসতে পারে স্টারলিংকের ইন্টারনেট
-
শেষ হলো চতুর্দশ বিডিনগ সম্মেলন ও কর্মশালা
-
স্মার্টওয়াচে ‘ফ্যাক্টরি রিসেট’ করবেন যেভাবে
-
চাকরির সাক্ষাৎকারে প্রতারণার কৌশল ‘ডিপফেইক’
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- নারায়ণগঞ্জে শিক্ষকের পিটুনিতে আহত দুই ছাত্রী হাসপাতালে