কেলেঙ্কারির ধাক্কা এবার ফেইসবুকের আয়ে
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jul 2018 05:03 PM BdST Updated: 26 Jul 2018 05:03 PM BdST
কেমব্রিজ অ্যানালিটিকা ডেটা কেলেঙ্কারি থেকে শুরু করে বিশ্বব্যাপী একের পর এক কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে চলতি বছর দ্বিতীয় প্রান্তিকে ফেইসবুকের শেয়ারমূল্য ২০ শতাংশ পড়ে গিয়েছে। এর ফলে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটির মোট বাজারমূল্য কমেছে ১২ হাজার কোটি ডলার, আয়ের অংক মেটাতে পারেনি বিনিয়োগকারীদের প্রত্যাশা।
বুধবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, বর্তমানে এই সামাজিক মাধ্যমেই মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২২৩ কোটি, যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ১১ শতাংশ বেশি। দুই বছরেরও বেশি সময়ের মধ্যে ব্যবহারকারীর বৃদ্ধির এই হার প্রতিষ্ঠানটির জন্য সবচেয়ে ধীরগতির বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।
এই প্রান্তিকে ফেইসবুকের মোট আয় হয়েছে ১৩২০ কোটি ডলার, যা আগের তুলনায় ৪২ শতাংশ বেশি। তবে আয়ের অংকটা ১৩৩০ কোটি ডলার হবে বলে পূর্বাভাস দিয়েছিলেন বিশ্লেষকরা। এই প্রান্তিকে প্রতিষ্ঠানটি লাভ হয়েছে ৫১০ কোটি ডলার, প্রতি শেয়ার হিসেবে এই অংক ১.৭৪ ডলার।
ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ এক বিবৃতিতে বলেন, “আমাদের সম্প্রদায় আর ব্যবসা দ্রুত উন্নতি অব্যাহত রেখেছে। আমরা মানুষকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে আর মানুষকে সংযুক্ত করতে সহায়তায় নতুন অর্থপূর্ণ উপায় বানাতে বিনিয়োগে অঙ্গীকারবদ্ধ।”
৩০ জুন পর্যন্ত হিসেবে ফেইসবুকের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১৪৭ কোটি, যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ১১ শতাংশ বেশি।
চলতি বছর ২৫ মে ইউরোপে নতুন প্রাইভেসি আইন কার্যকর হয়। ব্যবহারকারীদের সংখ্যা বৃদ্ধির ধীরগতির পেছনে এটি একটি কারণ বলে মত বিশ্লেষকদের।
এই প্রান্তিকে মোবাইল বিজ্ঞাপনী খাত থেকে ফেইসবুকের আয় বিজ্ঞাপনী খাত থেকে প্রতিষ্ঠানটির হওয়া মোট আয়ের প্রায় ৯১ শতাংশ। বিজ্ঞাপনী খাতে এবার আগের বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় প্রায় ৮৭ শতাংশ বেড়েছে।
বর্তমানে ফেইসবুকে মোট ৩০,২৭৫ জন কাজ করছেন, যা ২০১৮ সালের একই প্রান্তিকের তুলনায় ৪৭ শতাংশ বেশি।
-
স্মার্টফোনের বিক্রি কমলেও ‘সুদিন’ চলছে স্যামসাংয়ের
-
ট্রিলজিতে ‘ভজঘট’, জিটিএ ৬-এর দিকে ঝুঁকছে রকস্টার
-
গেইমিংয়ের জন্য ‘রোগ ফোন ৬’ এবং ‘৬ প্রো’ আনছে আসুস
-
যোগাযোগ হারিয়েছে নাসার ‘ক্যাপস্টোন’ স্যাটেলাইট
-
ভারত সরকারকে ‘চ্যালেঞ্জ’ টুইটারের
-
ব্রাউজারের ক্যাশ মেমোরি পরিষ্কার করবেন যেভাবে
-
‘দ্রুতগতির’ আউটলুক লাইট অ্যাপ আনছে মাইক্রোসফট
-
ক্রিপ্টো ধসে বিপাকে সাইবার অপরাধীরাও
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ
- নূপুর শর্মার ‘শিরশ্ছেদের উসকানি’, আজমীর শরীফের খাদেম গ্রেপ্তার