জনপ্রিয় অনেক দেশি সাইটেই নেই এইচটিটিপিএস

২৪ জুলাই ক্রোম ব্রাউজারের নতুন আপডেট এনেছে ওয়েব জায়ান্ট গুগল। এই আপডেট আনার ফলে এখন এই ব্রাউজার থেকে কোনো সাইট ব্রাউজের সময় এতে এইচটিটিপিএস নিরাপত্তা ব্যবস্থা আছে কিনা তার উপর ভিত্তি করে ‘সিকিওর’ বা ‘নট সিকিওর’ বার্তা দেখানো হচ্ছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2018, 01:54 PM
Updated : 25 July 2018, 02:35 PM

শীর্ষ যেসব ওয়েবসাইটে এইচটিটিপিএস ব্যবস্থা নেই সেগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে নিরাপত্তা গবেষক ট্রয় হান্ট-এর ‘হোয়াই নট এইচটিটিপিএস?’ নামের ওয়েবসাইটে।  

বাংলাদেশের জনপ্রিয় সংবাদমাধ্যমগুলোর মধ্যে যেগুলো এইচটিটিপিএস-এ পরিবর্তিত হয়নি, সেগুলোর তালিকাও দেখা গিয়েছে এতে, রয়েছে নানা সরকারি ওয়েবসাইটের নামও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর ওয়েবসাইট ইতোমধ্যেই এইচটিটিপিএস-এ পরিবর্তিত হওয়ায় এই তালিকায় নেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। 

‘নট সিকিওর’ বা অনিরাপদ তালিকায় থাকা দেশিয় সংবাদ সাইটগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-

>> বাংলাদেশ প্রতিদিন

>> প্রথম আলো

>> যুগান্তর

>> কালের কণ্ঠ

>> আরটিভি অনলাইন

>> এনটিভি

>> বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম

>> ইত্তেফাক

>> মানবজমিন

>> নয়া দিগন্ত

>> রাইজিং বিডি ডটকম

>> বাংলা ট্রিবিউন

>> সমকাল

>> দৈনিক শিক্ষা ডটকম

>> আমাদের সময়

>> সময় নিউজ ডট টিভি

একই তালিকায় থাকা সরকারি ওয়েবসাইটগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-

>> রাষ্ট্রীয় টেলিযোগাযোগ অপারেটর টেলিটক-এর সাইট টেলিটক ডট কম ডট বিডি

>> ইবোর্ডরেজাল্টস ডটকম

>> পোর্টাল ডটগভ ডটবিডি

>> বাংলাদেশ নির্বাচন কমিশন অধীনস্থ জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সংক্রান্ত সাইট এনআইডিডাব্লিউ ডটগভ ডটবিডি

>> ঢাকা শিক্ষা বোর্ডের সাইট ঢাকাএডুকেশনবোর্ড ডটগভ ডটবিডি

>> যশোরবোর্ড ডটগভ ডটবিডি

>> কুমিল্লাবোর্ড ডটগভ ডটবিডি  

>> প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাইট ডিপিই ডটগভ ডটবিডি

>> মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্রগ্রাম-এর সাইট বিআইএসই-সিটিজি ডটগভ ডটবিডি

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-

>> জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাইট এনইউ ডটএডু ডটবিডি এবং এনইউ ডটএসি ডটবিডি

>> বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বুয়েট ডটএসি ডটবিডি

>> ব্র্যাক বিশ্বিবদ্যালয়ের সাইট ব্র্যাকইউ ডটএসি ডটবিডি

>> রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাইট আরইউ ডটএসি ডটবিডি

এছাড়াও বিডিজবস ডটকম, জাগোবিডি ডটকম, টেন মিনিটস স্কুলের সাইট ১০মিনিটস ডটকম-এর নামও দেখা যায় এই তালিকায়।

আর খবর-