গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের শেয়ারমূল্য পাঁচ শতাংশ বেড়েছে। প্রতিষ্ঠানটির বিজ্ঞাপনী আয় প্রত্যাশার চেয়েও বেশি হওয়ার তথ্য প্রকাশ করার পর এই শেয়ারমূল্য বাড়ে বলে বিবিসি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়।
Published : 24 Jul 2018, 03:27 PM
চলতি বছর জুন পর্যন্ত শেষ হওয়া প্রান্তিকে অ্যালফাবেট ৩২৭০ কোটি ডলার আয় করেছে, যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ২৬ শতাংশ বেশি। কিন্তু ইইউ প্রতিষ্ঠানটিকে রেকর্ড পাঁচশ’ কোটি ডলার জরিমানা করে দেওয়ায় লাভের অংকটা কমে গিয়েছে। জরিমানা না করা হলে আয়ের অংকটা হতো প্রায় ৮৩০ কোটি ডলার, জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গুগল অবৈধভাবে মোবাইল অপারেটিং সিস্টেম বাজারে নিজেদের আধিপত্য ব্যবহার করছে, এমন অভিযোগে সম্প্রতি এই জরিমানা ধার্য করে ইইউ।
এই জরিমানার বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছে অ্যালফাবেট।
আর্থিক বিশ্লেষকদেরকে গুগল প্রধান নির্বাহী সুন্দার পিচাই বলেন, নীতিনির্ধারকদের এই সিদ্ধান্ত প্রতিষ্ঠানটির উপর দীর্ঘমেয়াদে কী প্রভাব রাখবে তা বলার জন্য সময়টা এখন খুব তাড়াতাড়ি হয়ে যায়। তিনি বলেন, “এখানে আরও অনেক কিছু করার আছে আর আমি মনে করি এটি আমরা আরও যত সামনে যাব তত স্পষ্ট হবে।”
ইউরোপের নতুন প্রাইভেসি আইন জিডিপিআর-এর প্রভাব নিয়ে বলার জন্যও সময়টা জলদি হয়ে যায় বলে জানিয়েছেন পিচাই।