চলতি বছর নতুন তিনটি আইফোন উন্মোচন করতে পারে অ্যাপল। ধারণা করা হচ্ছে নতুন সবগুলো আইফোনের নকশা হবে আইফোন X-এর মতো।
Published : 22 Jul 2018, 08:58 PM
সেপ্টেম্বর মাসে অ্যাপল ইভেন্টে আইফোনগুলো উন্মোচন করতে পারে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। এই ডিভাইসগুলো দিয়ে স্যামসাং গ্যালাক্সি এস৯ ও গুগল পিক্সেল 3-এর মতো ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামতে যাচ্ছে তারা।
নতুন সবগুলো আইফোনের নকশা আগের বছরের আইফোন X-এর মতো রাখা হলেও এর পর্দায় ভিন্ন ভিন্ন প্রযুক্তি দেখা যেতে পারে, প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।
সম্প্রতি নতুন আইফোনগুলোর ছবি শেয়ার করেছেন টুইটার ব্যবহারকারী বেন গেসকিন। আগের ফাঁস হওয়া ছবি ও গুজবের ওপর ভিত্তি করে নতুন ছবিগুলো বানিয়েছেন তিনি।
গুজব সত্যি হলে নতুন ডিভাইসের কোনটিতেই থাকছে না হোম বাটন। ডিভাইস আনলক করতে তাই গ্রাহককে নির্ভর করতে হবে ফেইস আইডির ওপর।
ছবিতে তিনটি মাপের নতুন আইফোন দেখানো হয়েছে। এর মধ্যে একটির পর্দার মাপ ৫.৮ ইঞ্চি এবং অন্য দু’টি ৬.১ ও ৬.৫ ইঞ্চি।
ধারণা করা হচ্ছে সবচেয়ে ছোট আইফোনটি হবে এবারের বেইজ মডেল। আর এতে ব্যবহার করা হতে পারে এলসিডি পর্দা, যেখানে বর্তমান আইফোন X-এ ব্যবহার করা হয় ওলেড পর্দা। এই আইফোনটিকে ‘আইফোন ৯’ নাম দেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে।
নতুন আইফোনগুলোর পোর্টও পরিবর্তন করতে পারে অ্যাপল। লাইটিনিং কানেক্টরের পরিবর্তে এতে ব্যবহার করা হতে পারে ইউএসবি-সি পোর্ট।