ইউনিকর্নের ‘উদ্ভট’ ছবি নিয়ে মীমাংসায় মাস্ক
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jul 2018 08:08 PM BdST Updated: 22 Jul 2018 08:08 PM BdST
অনুমতি ছাড়াই ইউনিকর্নের ‘উদ্ভট’ ছবি ব্যবহারের অভিযোগ নিয়ে এবার ওই ছবির স্রষ্টা যুক্তরাষ্ট্রের কলোরাডো’র মৃৎশিল্পী টম এডওয়ার্ডস-এর সঙ্গে মীমাংসায় পৌঁছেছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান টেসলা প্রধান ইলন মাস্ক।
Related Stories
মীমাংসায় ঠিক কী বলা হয়েছে তা নির্দিষ্ট করে বলেননি এডওয়ার্ডস। তবে তিনি জানান, “সবাই এটি নিয়ে ভালো বোধ করবেন” এমন এক উপায়ে সমস্যাটির সমাধান করা হয়েছে।
একটি বৈদ্যুতিক গাড়িতে ইউনিকর্ন-এর পায়ুপথ থেকে বায়ুত্যাগের মাধ্যমে চার্জ দেওয়া হচ্ছে- ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে মাস্ক তার “পছন্দের” মগে এমন “অদ্ভুত এক চিত্রকল্পের” ছবি শেয়ার করেন। এই পোস্ট এডওয়ার্ডসের নজরে আসে। ২০১০ সালে এই ইউনিকর্ন ছবিযুক্ত মগ বানানো শুরু করা এডওয়ার্ডস আনন্দিত হন যখন জানতে পারেন মাস্ক তার কাজের ভক্ত। কিন্তু এডওয়ার্ডসের এক বন্ধু একটি টেসলা গাড়ি কিনে তাতে একইরকম একটি ইউনিকর্নের ছবি দেখার পরই ঝামেলার শুরু হয়।
চলতি বছর জুনে এডওয়ার্ডস কন্যা লিসা প্র্যাঙ্ক এক টুইটে মাস্ক-কে উদ্দেশ্য করে বলেন, “আমার বাবার শিল্প নকল করেছেন”। “আপনি নিজের পক্ষে এখন কী বলবেন?”- এমন প্রশ্ন ছুঁড়ে দিয়ে ‘@elonmusk’ জুড়ে দেন তিনি। মাস্ক সরাসরি প্র্যাঙ্ককে জবাব দেন। আরেক টুইটার ব্যবহারকারী নিক জোভানোভিচ-কে নকশার কৃতিত্ব দিয়ে মাস্ক বলেন, “আপনার বাবা যদি চান আমরা তাহলে ওই শিল্পকর্ম সরিয়ে ওখানে অন্য কিছু দেবো।”
এ নিয়ে চলতি বছর জুনে মাস্ক এক সাংবাদিককে টুইট করে বলেন, “আমি ওই লোককে ইতোমধ্যে দুইবার অর্থ পরিশোধ করে চেয়েছি, এমনকি আমি যে জিনিস আমি চাইনি তার জন্যও।” আরেক টুইটের জবাবে তিনি বলেন, “শিল্পীদের সম্মানি পাওয়ার বিষয়টি আমি অবশ্যই চিন্তা করি। এটি না করা অন্যায্য হবে।”
প্র্যাঙ্ক-এর অভিযোগ, টেসলা তার বাবার “সৃজনশীল সম্পত্তি এক বছর করে কোনো কৃতিত্ব বা সম্মানী না দিয়েই ব্যবহার করছে”। “শিল্পীরা তাদের কাজের জন্য সম্মানী পাওয়ার অধিকার রাখেন”- মাস্ক এমনটা মনে করেন কিনা তা জিজ্ঞাসা করে তার কাছে বাবার আইনজীবীর এক চিঠি পাঠান তিনি।
সে সময় এই ঘটনাকে “অনেকটা আজেবাজে” বলে আখ্যা দিয়েছেন মাস্ক। তিনি বলেন, “এই দৃষ্টি আকর্ষণের ফলে তার মগ বিক্রি বেড়ে যাওয়ায়” এডওয়ার্ডসের বরং খুশিই হওয়া উচিৎ।”
ওই সময়ে এডওয়ার্ডস বলেন, “আমি মাস্কের সুনজরে থাকতে চাই। তিনি সত্যিই অনেক মজার মানুষ। কিন্তু তিনিও কপিরাইট আইনের উর্ধ্বে নন।” টেসলার মাধ্যমে নিজের নকশা প্রচারণা পাওয়ার বিষয়টিতে খুশি হওয়া এডওয়ার্ডস বলেন, তিনি অনেক টাকা চান না কিন্তু “পর্যাপ্ত” সম্মানী চান।
এ ঘটনার প্রায় এক মাস পর মাস্ক টুইটারে জানান, এই বিবাদ মিটে গিয়েছে। এর সঙ্গে এডওয়ার্ডস-এর বিবৃতিও জুড়ে দেন তিনি।
-
শেষ হলো চতুর্দশ বিডিনগ সম্মেলন ও কর্মশালা
-
স্মার্টওয়াচে ‘ফ্যাক্টরি রিসেট’ করবেন যেভাবে
-
চাকরির সাক্ষাৎকারে প্রতারণার কৌশল ‘ডিপফেইক’
-
আসছে ‘রাসবেরি পাই পিকো’র ওয়াই-ফাই সংস্করণ
-
মরণোত্তর ‘মেডাল অফ ফ্রিডম’ পাচ্ছেন স্টিভ জবস
-
ফেইসবুক পাসওয়ার্ড চুরি করছে ‘মেসেঞ্জার চ্যাটবট’
-
জুলাইয়ে আসবে হেলো ইনফিনিট-এর ‘কো-অপ মোড’
-
মামলা নিষ্পত্তিতে অ্যাপ নির্মাতাদের জরিমানা দেবে গুগল
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- মুকুল বোস মারা গেছেন
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত