রুশ ব্যাংক থেকে নয় লাখ ডলার লাপাত্তা
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jul 2018 10:48 PM BdST Updated: 21 Jul 2018 10:48 PM BdST
-
ছবি- রয়টার্স
একটি রুশ ব্যাংকে সাইবার আক্রমণ চালিয়ে প্রায় ৯,১০,০০০ ডলার হাতিয়ে নিয়েছে এক কুখ্যাত হ্যাকার চক্র, গ্রুপ-আইবি নামের এক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এ তথ্য প্রকাশ করেছে।
এই অর্থ চুরির ঘটনা জানার পর রাশিয়ার পিআইআর ব্যাংক সহায়তার জন্য নিরাপত্তা প্রতিষ্ঠানটিকে ডেকেছে বলে জানিয়েছে গ্রুপ-আইবি।
‘মানিটেকার’ নামের হ্যাকার চক্র ওই সাইবার হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই চক্র অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানেও হামলাও চালিয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে। তারা ২০১৭ সালে রুশ, ব্রিটিশ ও মার্কিন প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কোটি ডলার চুরি করেছে বলে অভিযোগ রয়েছে।
নিজেদের প্রতিবেদনে গ্রুপ-আইবি বলেছে, ব্যাংকটির একটি কম্পিউটারে ওই চক্র প্রবেশাধিকার নিয়েছিল। তারপর চলতি বছর ৩ জুলাই একাধিক লেনদেনের মাধ্যমে তারা এই অর্থ হাতিয়ে নেয়। পিআইআর-এর কর্মীরা কিছু লেনদেন থামাতে সমর্থ হলেও এই চক্র দ্রুত এটিএম কর্মীদের হাত করে নেওয়ার মাধ্যমে অর্থ লোপাটের কাজ সম্পন্ন করেছে। আর এ কারণে ব্যাংকটি অধিকাংশ লেনদেনই ঠেকাতে পারেনি।
এই ব্যাংকটির অভ্যন্তরীণ ব্যবস্থার নিরাপত্তা এড়িয়ে অর্থ চুরি করতে যে টুল আর কৌশল ব্যবহার করা হয়েছে তা মানিটেকার-এর অর্থ হাতিয়ে নেওয়ার অন্যান্য ঘটনায় ব্যবহৃত টুলের সঙ্গে মিলে যায় বলে জানিয়েছে গ্রুপ-আইবি।
চলতি বছর মে মাসের শেষদিকে এই আক্রমণ শুরু হয়। শুরুতে ব্যাংকটির একটি রাউটারে মনযোগ দেয় হ্যাকারদের দল, পরে তারা এর নিরাপত্তা লঙ্ঘনে সক্ষম হয়। এরপরই তারা ব্যাংকটির অভ্যন্তরীণ নেটওয়ার্কে প্রবেশাধিকার পেয়ে যায়।
নেটওয়ার্কে প্রবেশের পর ওই চক্র অর্থ লেনদেন অনুমোদনে ব্যবহৃত হয় এমন একটি নির্দিষ্ট কম্পিউটার খুঁজে বের করে। তারপর তারা রুশ কেন্দ্রীয় ব্যাংক (এডাব্লিউএস-সিবিআর) ‘অটোমেটেড ওয়ার্ক স্টেশন ক্লায়েন্ট’ হিসেবে পরিচিত সিস্টেমে নিজেদের জ্ঞান কাজে লাগিয়েছে।
“এডাব্লিউএস-সিবিআর এ আক্রমণ চালানো কষ্টসাধ্য আর খুব একটা এমন হয় না, কারণ অনেক হ্যাকার এডাব্লিউএস-সিবিআর এর কম্পিউটারগুলোতে সফলভাবে কাজ করতে পারে না”, বলেন গ্রুপ-আইবি এর ডিজিটাল ফরেনসিক ল্যাবের প্রধান ভ্যালেরি বাওলিন।
-
রাশিয়ার প্রযুক্তি নিরাপত্তা নিয়ে কথা বলছেন পুতিন
-
ইউক্রেইন যুদ্ধের ‘ভুল তথ্য’ আটকাতে টুইটারের সতর্ক বার্তা
-
বাণিজ্যবান্ধব ক্লাউডভিত্তিক টুল আনছে হোয়াটসঅ্যাপ
-
ফিশিং আক্রমণ ঠেকাতে সতর্কবার্তা দেখাবে গুগল চ্যাট
-
মাস্কের ইমেজের আঁচড় লাগছে টেসলার গায়ে
-
সাগরতলের ইন্টারনেট কেবল চিহ্নিত করবে ভূমিকম্প
-
কানাডার ‘ফাইভ জি’ নেটওয়ার্কে নিষিদ্ধ চীনের হুয়াওয়ে-জেডটিই
-
বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার মাস্কের
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী