ক্ষমা চাইলেন মাস্ক
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jul 2018 03:36 PM BdST Updated: 18 Jul 2018 05:50 PM BdST
-
ছবি- রয়টার্স
-
লন মাস্ক-এর টুইটার অ্যাকাউন্ট
থাইল্যান্ডের গুহা থেকে কিশোর ফুটবল দল উদ্ধারে অংশ নেওয়া ব্রিটিশ গুহা গবেষককে ‘পেডো’ হিসেবে আখ্যা দেওয়া নিয়ে ক্ষমা চেয়েছেন ইলন মাস্ক।
Related Stories
উদ্ধার অভিযানের উদ্দেশ্যে ‘মিনি-সাবমেরিন’ বানানোকে টেসলা ও স্পেসএক্স প্রধানের ‘জনসংযোগ কৌশল’ হিসেবে আখ্যা দিয়ে গবেষক ভারনন আনসওয়ার্থ বিদ্রুপ করেন, আর এ কারণে “রাগে” এমনটা বলে ফেলেছেন বলে সাফাই মাস্ক-এর। তিনি বলেন, “আমার বিরুদ্ধে তিনি যা করেছেন তা দিয়ে আমি তার বিরুদ্ধে যা করেছি সেটা যথার্থতা পায় না, এ কারণে আমি ক্ষমাপ্রার্থী।”
এর আগের সোমবার মাস্ক-এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ার কথা বিবেচনা করছেন বলে জানান আনসওয়ার্থ।
কয়েক বছর ধরে থাইল্যান্ডেই আছেন ব্রিটিশ ওই গবেষক। ফুটবল দলটি আটকে পড়া থাম লুয়াং গুহা নিয়ে করছেন গবেষণা। ১২ কিশোরের এই দল আর তাদের কোচকে গুহা থেকে নাটকীয়ভাবে উদ্ধারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই কিশোরদের উদ্ধারে মাস্ক একটি “ক্ষুদ্র আকৃতির সাবমেরিন’ বানিয়ে তা নিয়ে থাইল্যান্ড যান। কিন্তু নানা উদ্ভাবনী ধারণা দেওয়ার পরিচিতি থাকা মাস্ক-এর বানানো ওই ডিভাইস ছাড়াই উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে কর্তৃপক্ষ।
বুধবার আরেক টুইটার ব্যবহারকারীর জবাবে মাস্ক উদ্ধার অভিযানে তার সম্পৃক্ততা নিয়ে একটি প্রতিবেদনের সূত্র টেনে আনেন। সেইসঙ্গে তিনি জানান, তিনি আনসওয়ার্থ আর তার নেতৃত্বে থাকা দলের কাছে ক্ষমা চাচ্ছেন।
“এই দোষ আমার এবং আমার একার”- বলেন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স প্রতিষ্ঠাতা মাস্ক।
নিজের উক্তির জন্য ক্ষমা চাইলেও আনসওয়ার্থ তার ‘মিনি-সাবমেরিন’ নিয়ে “অসত্য” বলেছেন বলেও অভিযোগ করেন নানা উদ্ভাবনী ধারণা দেওয়ার জন্য পরিচিত এই মার্কিন ধনকুবের।
-
স্বয়ংক্রিয় ড্রোন ওড়ানোর অনুমতি পেলো আমেরিকান রোবোটিকস
-
পর্দার নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আনতে পারে অ্যাপল
-
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ডেটাফুল
-
বিতর্কিত আপডেট শেষ পর্যন্ত পেছালো হোয়াটসঅ্যাপ
-
অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আলোকে আইসিটি বিভাগের ১২ উদ্যোগ
-
হোয়াটসঅ্যাপ বিমুখদের ভিড়ে বসে গেল সিগনাল
-
নতুন ম্যাকবুক প্রো-তে বাদ টাচ বার, ফিরবে ম্যাগসেইফ?
-
স্মার্টফোনের বাক্সে চার্জার না দেওয়ার পথে স্যামসাংও
সর্বাধিক পঠিত
- উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে হাসান-শরিফুল-মেহেদি
- অভিষেকে অনুজ্জ্বল টেন্ডুলকারের ছেলে
- ভোটে জিতে কাদের মির্জা বললেন, কথা বলে যাব
- ‘মুরগির কলিজা দিয়ে ক্রিকেট হয় না’, মিসবাহর দল নিয়ে আফ্রিদি
- এখন কেউ ‘খেলতে’ এলেই ধরা পড়বে: বিএসইসি চেয়ারম্যান
- কোভিড-১৯: দেশে শনাক্ত রোগী কমল, মৃত্যু বাড়ল
- তামিম-সাকিবের ব্যাটে রান
- দ্বিতীয় ধাপের ভোটে মেয়র হলেন যারা
- হোয়াটসঅ্যাপ বিমুখদের ভিড়ে বসে গেল সিগনাল
- তিন নতুন মুখের ব্যাখ্যা প্রধান নির্বাচকের