গতির ঝড় তুলে ড্রোনের বিশ্ব রেকর্ড

গতির দিক থেকে ড্রোনের নতুন বিশ্ব রেকর্ড গড়েছে ভোডাফোন ব্লেডস ড্রোনের উইংকপ্টার এক্সবিআর।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2018, 03:12 PM
Updated : 16 July 2018, 03:12 PM

যুক্তর‍্যাজ্যের গুডউড প্রদেশে অনুষ্ঠিত ‘গুডউড ফেস্টিভাল অফ স্পিড’ এ নতুন এই রেকর্ড গড়ে ভোডাফোনের ড্রোনটি। এটি নিয়ন্ত্রণ করেছেন ড্রোন রেইসিং বিশ্ব চ্যাম্পিয়ন পাইলট লুক ব্যানিস্টার।

এ সময় ড্রোনের সর্বোচ্চ গড় গতি ছিল ঘন্টায় ২৪০.৬ কিলোমিটার, বলা হয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিররের প্রতিবেদনে।

নতুন এই রেকর্ডটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।

৫জি চালিত ড্রোন ডিজিটাল অর্থনীতিকে ত্বরান্বিত করবে সেই ভবিষ্যতের কিছুটা ধারণা দেয় এই রেকর্ড, মন্তব্য করছে ভোডাফোন।

যুক্তরাজ্য ভোডাফোনের এন্টারপ্রাইজ ডিরেক্টর অ্যানি শিহান বলেন, “গুডউড ফেস্টিভাল অফ স্পিড-এ ড্রোনের বিশ্ব রেকর্ড দেশ জুড়ে ৫জি নেটওয়ার্ক চালু করায় কী সম্ভাবনা নিয়ে এসেছে তার কিছুটা ধারণা দেয়।”

“দ্রুত গতিতে ডেটা স্থানান্তরের মাধ্যমে আমরা ড্রোনসহ অন্যান্য প্রযুক্তির আরও নতুন এবং রোমাঞ্চকর ব্যবহার দেখতে পাবো,” যোগ করেন শিহান।