শত কোটি খরচ কমাবে স্বয়ংক্রিয় গাড়ি!

স্বয়ংক্রিয় গাড়ির ব্যবহারে ভবিষ্যতে খরচ কয়েক শত কোটি ইউরো কমবে, এমনটাই উঠে এসেছে অ্যাসোসিয়েশন অফ জার্মান চেম্বারস অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স (ডিআইএইচকে) এর এক গবেষণায়।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2018, 05:25 PM
Updated : 15 July 2018, 05:25 PM

খরচের পাশাপাশি পরিবেশে কার্বন নির্গমনও অনেকটা কমবে বলে প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস।

ডিআইএইচকে বিশেষজ্ঞরা বলেন, স্বয়ংক্রিয় গাড়ির কারণে বছরে প্রায় ৮৩০ কোটি ইউরো খরচ কমবে। এর পাশাপাশি বছরে কার্বন নির্গমনের পরিমাণ কমবে ৬২ লাখ টন।

গবেষণার উদ্ধৃতি দিয়ে রোববার জার্মান পত্রিকা বিল্ড অ্যাম সনট্যাগ-এর প্রতিবেদনে বলা হয়, “সময় বাঁচানোর পাশাপাশি নিরাপত্তা বাড়িয়ে জ্বালানী খরচ ও পরিচালন ব্যয় কমাবে স্বচালিত গাড়ি।”

শুধু গাড়ি চালানোর গড় সময়ই ২০ শতাংশ কমবে বলে ধারণা করা হচ্ছে। এতেই বছরে ৪১০ কোটি ইউরো ব্যয় কমবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ডিআইএইচকে বিশেষজ্ঞদের মতে, স্বয়ংক্রিয় গাড়ি বছরে এমনকি ১৫০০ কোটি ইউরোও বাঁচাতে পারে।

স্বয়ংক্রিয় গাড়ি বাজারে আনতে ইতোমধ্যে কাজ করছে বিশ্বের ছোট-বড় বহু প্রতিষ্ঠান। শীঘ্রই জনসাধারণের চলাচলের রাস্তায় এই গাড়িগুলোর ব্যবহার শুরু করার পরিকল্পনাও করছে কিছু প্রতিষ্ঠান।