বিশ্বকাপ সেমিতে ব্ল্যাকআউটে ইউটিউব টিভি

ইউটিউব টিভিতে বিশ্বকাপ ফুটবল ২০১৮-এর দ্বিতীয় সেমিফাইনাল দেখছিলেন মার্কিন দর্শকরা। ক্রোয়েশিয়া-ইংল্যান্ডের এই ম্যাচের মাঝামাঝি সময়ে বন্ধ হয়ে যায় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটির এই টিভি সেবা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2018, 08:33 PM
Updated : 12 July 2018, 08:33 PM

শুধু এই ম্যাচই নয়, ইউটিউব টিভি’র এই বিপর্যয়ের কারণে উইম্বলডনে পুরুষ টেনিসের কোয়ার্টার ফাইনালের এক ম্যাচ সম্প্রচারে বিঘ্ন ঘটেছে। এই বিপর্যয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকরা, বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

বিপর্যয়ের এই “সময়টা জঘন্য ছিল” উল্লেখ করে এই ঘটনায় ক্ষমা চেয়েছে গুগল অধীনস্থ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি।

এক ঘণ্টা পর ইউটিউব টিভি’র সেবা স্বাভাবিক হয়। তবে, এ নিয়ে সামাজিক মাধ্যমে ঝড় তুলেছেন দর্শকরা।  

গুরুত্বপূর্ণ মূহুর্তে ইউটিউব টিভি’র সেবা বন্ধ হয়ে যাওয়া এটাই প্রথম নয়। এর আগে চলতি বছর মে মাস যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন বা এনবিএ-এর একটি গুরুত্বপূর্ণ ম্যাচের মাঝখানেও এমন ব্ল্যাকআউট হয়ছিল।

এই সেবা স্বাভাবিক অবস্থায় ফিরে আসার বিষয়ে জানিয়ে ইউটিউব-এর পক্ষ থেকে বলা হয়, তারা “হতাশার বিষয়টি” বুঝতে পেরেছেন।

২০১৭ সালের এপ্রিলে গুগল ইউটিউব টিভি চালু করে। এর মাধ্যমে প্রতি মাসে ৪০ ডলার সাবস্ক্রিপশন ফি দিয়ে ৫০টিরও বেশি প্রচলিত কেবল নেটওয়ার্কের সেবা দেওয়া হয়।