মঙ্গলবার নিজেদের সবচেয়ে সাশ্রয়ী ও বহনযোগ্য সারফেইস ট্যাবলেট এনেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। ‘সারফেইস গো’ নামের ১০ ইঞ্চির এই ল্যাপটপের দাম শুরু হবে ৩৯৯ ডলার থেকে।
Published : 10 Jul 2018, 08:43 PM
এই ট্যাবলেটের সঙ্গে কিকস্ট্যান্ড, উইন্ডোজ ১০ সমন্বয় করা হয়েছে। নতুন ট্যাবলেটটির নকশার সঙ্গে সারফেইস প্রো-এর মিল আছে। চলতি বছর অগাস্ট থেকে এই ট্যাবলেট বাজারে ছাড়া হবে। তবে ১০ জুলাই থেকে যুক্তরাষ্ট্র, কানাডা আর অস্ট্রেলিয়ায় এটি প্রি-অর্ডার করা যাবে বলে আইএএনএস-এর প্রতিবেদনে উল্লেখ ক্লরা হয়েছে।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, একটির মধ্যে দুইটির সুবিধা থাকা প্রায় পাঁচশ’ গ্রামের এই ডিভাইসে সারফেইস পেন কাজ করবে। এতে একটি বিশেষায়িত ডিসপ্লে রাখা হয়েছে।
এক ব্লগ পোস্টে মাইক্রোসফটের প্রধান পণ্য কর্মকর্তা পানোস পানায় বলেন, “মানুষের প্রতিদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর জন্য ক্ষমতা, পারফর্মেন্স আর ব্যাটারি যাচাইয়ে আমাদের দল ইনটেলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে।”
এই ট্যাবলেটের সঙ্গে চার্জিং আর ডকিংয়ের জন্য ‘সারফেইস কানেক্ট’ রাখা হয়েছে, ডেটা আর ভিডিও আনা নেওয়ার জন্য রাখা হয়েছে ইউএসবি-সি ৩.১। সঙ্গে একটি হেডফোন জ্যাক আর মাইক্রোএসডি কার্ড রিডারও আছে।