বৈদ্যুতিক স্কুটার আনতে পারে হিউন্দাই

আইওনিক নামের বৈদ্যুতিক স্কুটার আনার লক্ষ্যে কাজ করছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিউন্দাই।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2018, 11:15 AM
Updated : 10 July 2018, 11:15 AM

সিইএস ২০১৭ চলাকালে এমন ধরনের একটি স্কুটার দেখিয়েছিল প্রতিষ্ঠানটি। কিন্তু পরবর্তীতে এটি নিয়ে আর কোনো কথা শোনা যায়নি।

এবার প্রতিষ্ঠানের এক পেটেন্ট আবেদন থেকে আবারও ইঙ্গিত পাওয়া গেছে স্কুটারটির। শুক্রবার এমন ধরনের একটি স্কুটারের পেটেন্ট আবেদন জমা দিয়েছে কোরিয়ান প্রতিষ্ঠানটি।

দুই বছর আগে যে স্কুটারটি দেখানো হয়েছিল তা পায়ের প্যাড বা বৃদ্ধাঙ্গুলির সুইচ দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছিল। চাইলে এটিকে ভাঁজ করে ফিতা দিয়ে কাঁধে বহনও করা যাবে। আর গাড়ির নির্দিষ্ট পকেটে স্কুটারটি রাখলে তা গাড়ির ব্যাটারি থেকে স্বয়ংক্রিয়ভাবে চার্জ হবে।

গাড়ি থেকে অল্প দূরত্বে চলাচলের জন্য ব্যবহার করা যেতে পারে এই স্কুটার। এছাড়া শহরের যেসব জায়গায় গাড়ি চলতে পারে না সেসব জায়গাগুলোতেও এটি ব্যবহার করা যেতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট সিনেট।

পেটেন্ট আবেদনে আগের মতো ভাঁজ করে রাখার ফিচার দেখানো হয়েছে। এর পাশাপাশি গাড়ির দরজায় এটি রাখার স্থানও দেখানো হয়েছে। কিন্তু গাড়ির কোন জায়গায় এটি চার্জ দেওয়া যাবে তা স্পষ্ট করে বলা হয়নি। ধারণা করা হচ্ছে এ কারণেই পেটেন্ট আবেদন করতে এতোটা সময় নিয়েছে হিউন্দাই।