ইউটিউবে ভুয়া খবর বন্ধে আড়াই কোটি ডলার

ভুয়া খবর ছড়ানো বন্ধ করতে আড়াই কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে ইউটিউব। বিশেষভাবে ব্রেকিং নিউজ জরুরীভাবে প্রচারের জন্য এই উদ্যোগ নিয়েছে গুগলের ভিডিও স্ট্রিমিং সাইটটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2018, 10:35 AM
Updated : 10 July 2018, 10:35 AM

গুগল নিউজ ইনিশিয়েটিভ (জিএনআই)-এর অংশ হিসেবে এই বিনিয়োগ করা হচ্ছে বলে সোমবার জানিয়েছে ইউটিউব। চলতি বছরের মার্চ মাসে সংবাদ মাধ্যমগুলোকে সহায়তা করতে ও ভুয়া খবর প্রচার আটকানোর লক্ষ্যে জিএনআই চালু করে গুগল।

এর পাশাপাশি প্ল্যাটফর্মটিতে গ্রাহক যাতে ভুয়া খবর এড়াতে পারেন সেজন্য বেশ কিছু নতুন ফিচারও চালু করেছে ইউটিউব।

আগামী সপ্তাহ থেকে মার্কিন গ্রাহকরা ইউটিউবে ব্রেকিং নিউজের ভিডিও খোঁজ করলে তাদেরকে খবরের সংক্ষিপ্ত উদ্ধৃতাংশ এবং বিভিন্ন সংবাদমাধ্যমের লিঙ্ক দেখানো হবে বলে প্রতিবেদনে জানিয়েছে ইকোনোমিক টাইমস।

ইউটিউবের প্রধান পণ্য কর্মকর্তা নিল মোহান এবং প্রধান বাণিজ্য কর্মকর্তা রবার্ট কাইনল বলেন, “সংবাদ সংস্থাগুলোর জন্যও আরও টেকসই ভিডিও বাস্তুসংস্থান বানাতে সাংবাদিক সমাজের সঙ্গে কাজ করতে আমরা অঙ্গীকারবদ্ধ রয়েছি।”

তারা আরও বলেন, “এখানে অনেক কাজ করার আছে। কিন্তু বিশ্বে কী ঘটছে বিভিন্ন সূত্রের মাধ্যমে তা জানতে যেসব গ্রাহক প্রতিদিন ইউটিউবে আসছেন তাদের জন্য আরও ভালো অভিজ্ঞতা তৈরি করা হবে।”