ফেইসবুক শেয়ারমূল্যে রেকর্ড

কেমব্রিজ অ্যানালিটিকা ডেটা কেলেঙ্কারি থেকে শুরু কর একের পর এক নানা প্রাইভেসি উদ্বেগ জন্ম দিয়ে সমালোচক আর নীতিনির্ধারকদের চাপ সামলাতে ফেইসবুক হিমশিমই খেয়ে যাচ্ছে বলা চলে। কিন্তু বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটির শেয়ারমূল্য দেখলে এমনটা বোঝার উপায় নেই।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2018, 07:47 AM
Updated : 8 July 2018, 07:47 AM

শুক্রবার লেনদেন শেষ হওয়া পর্যন্ত হিসাবে প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য ছিল ২০২.২৩ ডলার, যার সর্বকালের সর্বোচ্চ।

মার্কিন সাময়িকী ফরচুন-এর প্রতিবেদন মতে, ডেটা নিরাপত্তা লঙ্ঘন নিয়ে মার্কিন আর ইউরোপীয় সরকারগুলোর কড়া তদন্তের মুখে থাকা এই সময়ে বিনিয়োগকারীরা এই সামাজিক মাধ্যমের শেয়ার পছন্দ করছে। সম্প্রতি ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট সরাসরি সম্প্রচারের চুক্তি করেছে ফেইসবুক। এই খবরে বিনিয়োগকারীরা খুশি হয়েছেন বলে উল্লেখ করা হয় আইএএনএস-এর প্রতিবেদনে।

ব্রিটিশ দৈনিক টাইমস-এর জানিয়েছে, ফেইসবুক ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত এশিয়ার থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া এবং লাওস-এ প্রিমিয়ার লিগের ৩৮০টি ম্যাচের সবগুলো সরাসরি সম্প্রচারের সত্ত্বাধিকার পেয়েছে। এজন্য প্রতিষ্ঠানটিকে গুণতে হচ্ছে প্রায় ২৬.৪০ কোটি ডলার।

২০১২ সালে শেয়ারবাজারে যাত্রা শুরুর পর থেকে ফেইসবুকের শেয়ারমূল্য চারশ’ শতাংশেরও বেশি বেড়েছে।

আরও খবর-