আইফোন থেকে ৫জি ইনটেল চিপ বাদ দেবে অ্যাপল

২০২০ সালের আইফোন মডেল থেকে ইনটেলের ৫জি মডেম চিপ বাদ দিচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। ইনটেলকে এক বার্তায় এমনটাই নিশ্চিত করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2018, 06:05 PM
Updated : 6 July 2018, 06:07 PM

অ্যাপলের এমন সিদ্ধান্তে একটি মডেমের উৎপাদন বন্ধ রেখেছে ইনটেল। অভ্যন্তরীণভাবে এই চিপটির নাম বলা হচ্ছিল ‘সানি পিক’। এই চিপের উৎপাদন বন্ধ রেখে পণ্য আরও উন্নত করার প্রয়াশ করছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে ২০২২ সালের আইফোন মডেলের জন্য অ্যাপলের সঙ্গে চুক্তি ফিরিয়ে আনতে চাচ্ছে তারা-- খবর আইএএনএস-এর।

খবরটি প্রথম প্রকাশ করে ইসারায়েলি আর্থিক দৈনিক ক্যালসালিস্ট। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগ পর্যবেক্ষণ করে এই খবর প্রকাশ করে দৈনিকটি।

এর আগে বেশ কিছু প্রতিবেদনে বলা হয়, আইফোনের যোগাযোগের যন্ত্রাংশের জন্য তাইওয়ানিজ মোবাইল চিপসেট নির্মাতা মিডিয়াটেক-এর সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছে অ্যাপল। এর মাধ্যমে ২০২০ সালের সব আইফোন থেকে ইনটেলের  বাদ দেওয়া হতে পারে।

আইনি লড়াইয়ের কারণে কোয়ালকমের ওপর নির্ভরতা কমাতে ইনটেলের যন্ত্রাংশ ব্যবহার শুরু করে অ্যাপল। এবার ইনটেলকেও ছাড়তে পারে প্রতিষ্ঠানটি।