দেড় লাখ ব্রিটিশ রোগীর ডেটা বেহাত

যুক্তরাজ্যে দেড় লাখ রোগীর ডেটা নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় কোডিংয়ের এক ত্রুটিকে দোষ দিচ্ছে দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা এনএইচএস।  

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2018, 12:17 PM
Updated : 3 July 2018, 12:17 PM

আক্রান্তরা তাদের স্বাস্থ্যবিষয়ক গোপন তথ্য শুধু তাদের সেবাদানেই ব্যবহারের জন্য অনুরোধ করেছেন। কিন্তু গবেষণা ও হিসাবের উদ্দেশ্যে রেকর্ড করা একই ডেটা পর্যবেক্ষণে চিকিৎসকদের ব্যবহৃত সফটওয়্যারে একটি ত্রুটি দেখা যায়। এর ফলে সিস্টেমওয়ান নামের অ্যাপ্লিকেশনটি থেকে এনএইচএস ইংল্যান্ডের আইটি সেবাদাতদের কাছেও কখনও অনুরোধ যায়নি।   

সফটওয়্যারটির নির্মাতা প্রতিষ্ঠান টিপিপি বলেছে, তারা এই সমস্যার জন্য “স্পষ্টতই ক্ষমাপ্রার্থী”।

এই ঘটনাইয় আক্রান্ত সব রোগী আর তাদের চিকিৎসকদেরকে এ বিষয়ে জানাবো হবে বলে ভাষ্য এনএইচএস ডিজিটাল-এর।

যুক্তরাজ্যের পার্লামেন্টকে দেওয়া এক বিবৃতিতে দেশটির কনিষ্ঠ স্বাস্থ্যমন্ত্রী জ্যাকি ডয়লে-প্রিন্স বলেন, “এই ত্রুটির কারণে রোগীদের যত্নে কোনো ঝুঁকি নেই, কখনও ছিলও না।”

এ নিয়ে ইতোমধ্যে যুক্তরাজ্যের ইনফরমেশন কমিশনার’স অফিস-কে অবহিত করা হয়েছে বলে বিবিসি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই অফিসের এক মুখপাত্র বলেন, “আমরা এনএইচএস ডিজিটাল নিয়ে একটি ঘটনা সম্পর্কে জেনেছি ও এ বিষয়ে তদন্ত করছি।”