মডেল ৩ নিয়ে লক্ষ্যপূরণ হলো টেসলার

চলতি বছর জুনের শেষ সপ্তাহে প্রায় পাঁচ হাজার মডেল ৩ বৈদ্যুতিক গাড়ি বানিয়েছে টেসলা। ২০১৭ সালের শেষের মধ্যে এক সপ্তাহে পাঁচ হাজার মডেল ৩ গাড়ি বানানোর লক্ষ্য নির্ধারণ করেছিলেন বৈদ্যুতিক গাড়িটির প্রধান নির্বাহী ইলন মাস্ক। রোববার সকাল হওয়ার আগেই টেসলা এ লক্ষ্যপূরণ করে বলে দুই কর্মীর বরাতে জানিয়েছে রয়টার্স।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2018, 12:20 PM
Updated : 2 July 2018, 12:20 PM

সামাজিক মাধ্যমে কর্মীদের দেওয়া পোস্ট এ খবরকে আরও পোক্ত করেছে বলে উল্লেখ করা হয়েছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ।

রোববার মাস্ক এক টুইটে বলেন, টেসলা সাতদিনে সাত হাজার গাড়ি বানিয়েছে। তবে, এটি কী মডেল এস, মডেল এক্স আর মডেল ৩ মিলিয়ে কিনা তা নিয়ে কিছু স্পষ্ট করা হয়নি।

কয়েক মাস ধরেই সপ্তাহে মডেল ৩ গাড়ি বানানোর লক্ষ্যপূরণের চেষ্টা করছিল টেসলা। ২০১৭ সালের মে মাসে শেয়ারধারীদের প্রতি দেওয়া চিঠিতে টেসলার পক্ষ থেকে বলা হয়, টেসলা তাদের কারখানায় ২০১৭ সালের মধ্যে প্রতি সপ্তাহে পাঁচ হাজার মডেল ৩ তৈরির দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু কয়েকবার মডেল ৩ উৎপাদন সমস্যায় এ লক্ষ্য পূরণ করতে পারেনি প্রতিষ্ঠানটি।

টেসলা সাধারণত কোনো একটি প্রান্তিক শেষে কয়েকদিন পর উৎপাদন ও সরবরাহের সংখ্যা প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয় প্রতিষ্ঠানটির এখনও গ্রাহক আর শেয়ারধারীদের অনেক কিছু দেখানোর বাকি আছে। এর মধ্যে একটি হচ্ছে তারা কোনো ত্রুটি ছাড়া প্রতি সপ্তাহে পাঁচ হাজার মডেল ৩ বানানোর গতি ধরে রাখতে পারেন কিনা।