স্যামসাং ইভেন্ট: আসতে পারে নোট ৯

পরবর্তী ফ্ল্যাগশিপ ফ্যাবলেট উন্মোচন ইভেন্টের তারিখ নিশ্চিত করেছে স্যামসাং। ৯ অগাস্ট নিউ ইয়র্কের বার্কলেইস সেন্টারে এই অনুষ্ঠানের জন্য বৃহস্পতিবার আমন্ত্রণপত্র পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2018, 10:52 AM
Updated : 28 June 2018, 10:52 AM

ধারণা করা হচ্ছে এই অনুষ্ঠানে গ্যালাক্সি নোট ৯ উন্মোচন করবে ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। আগের বছর ২৩ অগাস্ট গ্যালাক্সি নোট ৮ উন্মোচন করেছিল প্রতিষ্ঠানটি।

স্মার্টফোন শিল্পে নজর রাখা ব্যক্তিরা বলছেন, অ্যাপলের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করতে প্রত্যাশার চেয়ে আগেই নতুন ফ্ল্যাগশিপ আনার সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং। বছরের শেষ দিকে নতুন আইফোন আনার কথা রয়েছে অ্যাপলের--খবর দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইয়নহাপ নিউজ এজেন্সির।

গ্যালাক্সি নোট ৮ উন্মোচনের আগে স্যামসাংয়ের স্লোগান ছিল ‘বড় কাজ করুন’। কিন্তু এবারের পোস্টার এবং ভিডিওতে শুধু অনুষ্ঠানের সময়ই জানানো হয়েছে। ডিভাইস নিয়ে কোনো ইঙ্গিত দেয়নি প্রতিষ্ঠানটি।

ধারণা করা হচ্ছে গ্যালাক্সি নোট ৯-এ ৬.৪ ইঞ্চি পর্দা আনবে স্যামসাং, যা নোট ৮-এর ৬.৩ ইঞ্চি পর্দার চেয়ে সামান্য বড়।

অন্যান্য অনেক পর্যবেক্ষক দাবি করছেন নতুন ডিভাইসটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি রাখা হতে পারে। আগের গ্যালাক্সি নোট ৮-এর ব্যাটারি ক্ষমতা ছিল ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার।