বিশ্ব জুড়ে ‘ম্যাপস’ অ্যাপে আপডেট আনলো গুগল

বিশ্ব জুড়ে ‘ম্যাপস’ অ্যাপে আপডেট উন্মুক্ত করেছে গুগল। চলতি বছরের মে মাসে প্রথমবার এই আপডেট উন্মোচন করে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2018, 05:45 PM
Updated : 27 June 2018, 05:45 PM

আপডেটে নতুন নকশায় ‘এক্সপ্লোর’ ট্যাব এনেছে গুগল। এতে রেস্টুরেন্ট এবং অন্যান্য স্থানের জন্য দ্রুত পরামর্শ পাবেন গ্রাহক-- খবর আইএএনএস-এর।

প্রতিবেদনে আরও বলা হয়, নতুন আপডেটে গ্রাহক ঠিক সেটিই পাবেন যা তিনি খুঁজছিলেন। এর মধ্যে রয়েছে রেস্টুরেন্ট, বার এবং ক্যাফে।

মঙ্গলবার এক ব্লগ পোস্টে গুগল ম্যাপস-এর জেষ্ঠ্য পণ্য ব্যবস্থাপক সোফিয়া লিন বলেন, “আপনি বিশ্বের যেখানেই থাকুন না কেন, নিজ দেশে থাকুন বা ভ্রমণের পরিকল্পনা করছেন আপনি সবসময়ই যথাযথ জায়গাটি খুঁজে পাবেন।”

নতুন ‘এক্সপ্লোর’ ট্যাবে বিশ্বের শীর্ষ অনুষ্ঠান এবং কার্যক্রমগুলোর তথ্য পাওয়া যাবে। এর সঙ্গে থাকবে ওই অনুষ্ঠানের ছবি ও বর্ণনা। অনুষ্ঠানগুলোকে ‘শিশুদের জন্য ভালো’, ‘সস্তা’ বা ‘ঘরের ভেতরে বা উন্মুক্ত’ এমন শ্রেণি দিয়ে ফিল্টার করতে পারবেন গ্রাহক।

এর পাশাপাশি রেস্টুরেন্টের খবর জানানো এবং ‘লোকেশন হিস্ট্রির’ মতো ফিচারগুলো আরও উন্নত হয়েছে আপডেটে।

লোকেশন হিস্ট্রিতে আনা হয়েছে ‘ইওর ম্যাচ’, যেখানে রেটিংয়ের ওপর ভিত্তি করে গ্রাহককে পরমার্শ দেওয়া হবে “তিনি জায়গাটি কেমন উপভোগ করতে পারেন”।

লিন বলেন, বিশ্বজুড়ে সব অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হয়েছে ‘এক্সপ্লোর’ এবং ‘ইওর ম্যাচ’ ফিচার।