জিডিপিআর: এক মাসেও ফেরেনি মার্কিন সাইটগুলো

লস অ্যাঞ্জেলস টাইমস, নিউ ইয়র্ক ডেইলি নিউজসহ বড় কিছু মার্কিন দৈনিক পড়তে পারছেন না ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর পাঠকরা। ইইউ’র নতুন ডেটা সুরক্ষা নীতিমালা প্রণয়নের এক মাস পর এ খবর প্রকাশ করলো বিবিসি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2018, 07:32 PM
Updated : 26 June 2018, 07:32 PM

২৫ মে ইউরোপে জেনারেল ডেটা প্রটেকশন রেগুলেশন বা জিডিপিআর কার্যকরের পর এই ওয়েবসাইটগুলো বন্ধ হয়ে যায়।

ইইউ নাগরিকদের তথ্য কীভাবে ব্যবহৃত হয় তা নিয়ন্ত্রণে তাদেরকে জিডিপিআর আরও অধিকার দেয় বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

বন্ধ হওয়া ওয়েবসাইটগুলোতে একটি বিবৃতি দেখানো হচ্ছে। এতে বলা হয়, ইইউতে সাইটগুলো ফিরিয়ে আনার “উপায় খুঁজতে অঙ্গীকারবদ্ধ” প্রকাশকরা।

সংবাদ প্রকাশনা প্রতিষ্ঠান ট্রঙ্ক এবং লি এন্টারপ্রাইজ-এর অধীনস্থ সংবাদ সাইটগুলো নতুন নীতিমালার কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে। ট্রঙ্ক-এর সাইটগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নিউ ইয়র্ক ডেইলি নিউজ, শিকাগো ট্রিবিউন, লস অ্যাঞ্জেলস টাইমস, অরল্যান্ডো সেন্টিনেল এবং বাল্টিমোর সান। অন্যদিকে, লি এন্টারপ্রাইজ ২১টি অঙ্গরাজ্যজুড়ে ৪৬টি দৈনিক পত্রিকা প্রকাশ করে। সম্প্রতি প্রতিষ্ঠানটি লস অ্যাঞ্জেলস টাইমস ও স্যান ডিয়েগো ইউনিয়ন-ট্রিবিউনকে ধনকুবের প্যাট্রিক সুন-শিয়ং এর কাছে বিক্রি করে দেয়।

এই ওয়েবসাইটগুলোতে এখনও এক মাস আগের বার্তাই দেখানো হচ্ছে। 

ইইউ’র ব্যবহারকারীদেরকে নতুন নীতিমালা মানতে রাজি হওয়া সাইটগুলোর মধ্যে রয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট এবং টাইমস-এর নাম।

আরও খবর-