স্পেকট্যাকলস-এ নতুন আপডেট

নিজেদের ক্যামেরাযুক্ত স্মার্টগ্লাস ‘স্পেকট্যাকলস’-এর আপডেট এনেছে ছবি শেয়ারিং অ্যাপ স্ন্যাপচ্যাট। এর ফলে এই স্মার্টগ্লাস থেকে ব্যবহারকারীরা ‘ওয়াইডস্ক্রিন’ বা ‘বর্গাকার’ ফরম্যাটে ভিডিও পাঠাতে পারবেন। এতদিন এর মাধ্যমে শুধু বৃত্তাকার ফরম্যাটেই ভিডিও পাঠানো যেত।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2018, 04:50 PM
Updated : 24 June 2018, 04:50 PM

‘স্পেকট্যাকলস স্টোরি’ অপশন চাপার মাধ্যমে ‘মেমোরিজ’-এ কনটেন্ট আনতে ব্যবহারকারীদেরকে তাদের স্ন্যাপচ্যাট অ্যাপ আপডেট করতে হবে। এরপর ব্যবহারকারীকে তার পছন্দের ফরম্যাট বেছে নিতে নতুন ফরম্যাট বাছাইয়ের অপশন দেখানো হবে বলে শুক্রবার খবর প্রকাশ করেছে প্রযুক্তি সাইট এনগেজেট। 

এর আগে বৃত্তাকার ফরম্যাটে ভিডিওগুলো বিশেষভাবে শুধু স্ন্যাপচ্যাটে শেয়ার করা হতো। নতুন আপডেটের ফলে ব্যবহারকারীরা ভিডিওগুলো স্ন্যাপচ্যাটের বাইরে ফেইসবুক, ইউটিউব আর ইনস্টাগ্রামসহ বিভিন্ন মাধ্যমে শেয়ার করতে পারবেন বলে আইএএনএস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়।   

আইওএস আর অ্যান্ড্রয়েড দুই প্ল্যাটফর্মের অ্যাপেই এই আপডেট আনা হবে। বর্তমান স্পেকট্যাকলস সংস্করণগুলোতেই এই সুবিধা পাওয়া যাবে।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে অনলাইনে কেনার জন্য ‘স্পেকট্যাকলস’ ছাড়া হয়।