অ্যান্ড্রয়েডে নেট ছাড়াই চলবে ক্রোম

স্থির ইন্টারনেট সংযোগ ছাড়াই অ্যান্ড্রয়েড ডিভাইসে চলবে ক্রোম ব্রাউজার, বৃহস্পতিবার এমন একটি নতুন ফিচার উন্মুক্ত করেছে গুগল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2018, 09:18 AM
Updated : 22 June 2018, 09:18 AM

নতুন এই ফিচারের মাধ্যমে ভারত, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া এবং ব্রাজিলসহ ১০০টির বেশি দেশের গ্রাহকরা ইন্টারনেট সংযোগ ছাড়াই অফলাইন ক্রোমের মাধ্যমে নির্দিষ্ট কিছু উপাদান ব্রাউজ করতে পারবেন বলে জানানো হয়েছে।

অফলাইন ক্রোম ফর অ্যান্ড্রয়েডের পণ্য ব্যবস্থাপক অ্যামান্ডা বস বলেন, “আপনি যখন বিনামুল্যের বা আনমিটারড ওয়াইফাইয়ে সংযুক্ত থাকবেন, আপনার অবস্থানে কোন উপাদান সবচেয়ে বেশি জনপ্রিয় তার ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে ক্রোম প্রাসঙ্গিক কনটেন্ট ডাউনলোড করে রাখবে।”

স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড করা কনটেন্টগুলো গ্রাহকের ডাউনলোডেড কনটেন্টের সঙ্গেই রাখা হবে। গ্রাহক এগুলো যেকোনো সময় দেখতে পারবেন, এমনকি ইন্টারনেট সংযোগ না থাকলেও।

বস আরও বলেন, “আপনি যদি ক্রোমে সাইন-ইন করে থাকেন, আপনার ব্রাউজিং হিস্ট্রির ওপর ভিত্তি করে আপনি প্রাসঙ্গিক কনটেন্ট পাবেন।”

গুগল প্লে স্টোর থেকে ক্রোম ব্রাউজারটি নতুন সংস্করণে আপডেট করে এই ফিচারটি ব্যবহার করতে পারবেন গ্রাহক।