রাইডের জন্য অপেক্ষা করলে ভাড়া কমবে উবারে

রাইডের ভাড়া কমাতে নতুন একটি ফিচারের পরীক্ষা চালাচ্ছে উবার। নতুন এই ফিচারের মাধ্যমে গ্রাহক রাইডের জন্য কিছু সময় অপেক্ষা করতে রাজি হলে তার ভাড়া কিছুটা কমানো হবে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2018, 04:51 PM
Updated : 20 June 2018, 04:51 PM

নতুন এই ফিচারটির কথা এক টুইট বার্তায় জানিয়েছেন প্রতিষ্ঠানের এক কর্মী। কিন্তু পরবর্তীতে টুইটটি মুছে ফেলেছেন তিনি। টুইটটি সরিয়ে ফেলার আগেই এতে চোখ পড়ে ভারতীয় সংবাদমাধ্যম কোয়ার্টজ-এর।

উবারের এক প্রতিনিধি কোয়ার্টজ-কে নিশ্চিত করেছেন যে, ফিচারটি কর্মীদের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে। “সাশ্রয়ী মূল্যের কারণেই রাইডাররা শেয়ারড রাইড বাছাই করেন এবং দেরিতে পিকআপের বদলে অভ্যন্তরীনভাবে আমরা অর্থ বাঁচানোর একটি উপায় পরীক্ষা করছি।”

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যেই উবারের কারপুলিং সেবা উবার পুল-এর এক্সপ্রেস পুল-এর মাধ্যমে একই ধরনের সেবা দিয়ে আসছে অ্যাপভিত্তিক গাড়ি সেবাদাতা প্রতিষ্ঠানটি।

এক্সপ্রেস পুল সেবায় গ্রাহক যদি কিছু দূর হেঁটে গিয়ে একটি বেশি সময় অপেক্ষা করেন তবে তার ভাড়া কমিয়ে দেওয়া হয়।

ফিচারটি আসলেও গ্রাহকের জন্য উন্মুক্ত করা হবে নাকি পরীক্ষামূলকভাবেই শেষ হবে তা এখনও নিশ্চিত করে জানায়নি উবার।