ছবিতে বন্ধ চোখ ‘খুলবে’ ফেইসবুকের এআই
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jun 2018 02:50 PM BdST Updated: 18 Jun 2018 02:50 PM BdST
-
ছবি- রয়টার্স
ব্যবহারকারীর ছবিতে বন্ধ চোখ খুলতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি আনার লক্ষ্যে কাজ করছে ফেইসবুক।
ছবিতে অনেক সময়ই ব্যবহারকারীর চোখ বন্ধ থাকতে দেখা যায়। ফেইসবুকে ছবি পোস্ট করার আগে অনেক ধরনের টুল ব্যবহার করে ছবিগুলো এডিট করার অভ্যাস রয়েছে অনেক ব্যবহারকারীর। সামাজিক যোগাযোগ মাধ্যমটির নতুন এআই ব্যবহারকারীর ওই ঝামেলা অনেকটাই কমিয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ছবিতে ব্যবহারকারীর বন্ধ চোখ বিশ্বাসযোগ্যভাবে খুলে দেবে ফেইসবুকের নতুন এআই। ফেইসবুকে ছবি পোস্ট করার আগে তা স্বয়ংক্রিয়ভাবে সঠিক করে নেবে এই ব্যবস্থা, বলা হয়েছে ভারতীয় দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে।
এক নথিতে নতুন এই জেনারেটেড অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক প্রযুক্তি উপস্থাপন করেছেন ফেইবুক গবেষকরা। প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়, নিজের তৈরি করা ছবিকে বাস্তব ভেবে নিজেকেই বোকা বানিয়ে থাকে নতুন এই ব্যবস্থা।
ব্যক্তির চোখ যখন খোলা থাকে তার থেকে তথ্য নিয়ে শিখবে নতুন ফেইসবুক এআই এবং ওই ব্যক্তির চোখের আকার, রঙ ও অন্যান্য বিষয় বিবেচনা করে তার সঙ্গে কোন চোখ মানাবে তা বাছাই করবে এটি।
ব্যবস্থাটির ফলাফল গবেষকদের কাছে অনেকটাই আশানুরূপ। নথিতে ফেইসবুক গবেষকরা বলেন, “ছবি তৈরি বা আঁকার ক্ষেত্রে যখন ওই নির্দিষ্ট জায়গায় কিছু শনাক্তকারী ফিচার থাকে তখন ‘এক্সেমপ্লার জিএএন’ একটি ভালো সমাধান দেয়।”
এতে আরও বলা হয়, “এগুলো দারুণ ফলাফল দেয় কারণ এগুলো ছবির প্রাসঙ্গিক অংশ বা পারসেপচুয়াল কোড থেকে শনাক্তকারী তথ্য নিয়ে থাকে।”
টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়, পরীক্ষায় অর্ধেকের বেশি সময় ব্যবহারকারী নিশ্চিত করে বলতে পারেনি কোনটি আসল ছবি এবং কোনটিতে এআই দিয়ে চোখ খোলা হয়েছে।
-
মানসিক স্বাস্থ্যে মোবাইল ফোনের প্রভাব মাপবে গুগলের অ্যাপ
-
এআর, ভিআর হেডসেট অ্যাপল পরিচালনা পর্ষদে
-
দক্ষিণপূর্ব এশিয়ায় আসছে ডোটা ২-এর ‘দ্য ইন্টারন্যাশনাল’
-
চিপ বাজারে বড় পরিবর্তনের আভাস এএমডি’র
-
কুলিং প্রযুক্তি পরীক্ষায় নতুন ‘মেগা ল্যাব’ বানাবে ইনটেল
-
‘শান্তি, নিশ্চয়তা’ চায় ভারতের শীর্ষ ক্রিপ্টো অ্যাপ
-
অ্যামাজনের টিভি সিরিয়াল ‘দেখা যাবে’ মহাকাশ থেকে
-
মহাকাশ স্টেশনে পৌঁছেছে বোয়িংয়ের ক্যাপসুল
সর্বাধিক পঠিত
- লিটনের ধ্রুপদী সেঞ্চুরি, মুশফিকের মাস্টারক্লাস
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- ডলারের বিপরীতে আরও কমল টাকার মান
- ঢাকায় গড়া ৬৩ বছর আগের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটন-মুশফিকের সেঞ্চুরি ও রেকর্ড জুটি
- দুঃস্বপ্নের শুরুর পর বাংলাদেশের স্বপ্নময় দিন
- লিটনকে জীবন দিয়ে আক্ষেপে পুড়ছে শ্রীলঙ্কা
- ১৯ ইউনিটের ৭ ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে স্কয়ারের আগুন
- ওশাদাকে ফিরিয়ে জুটি ভাঙলেন ইবাদত