টেসলা বিস্ফোরিত, চালক ছিলেন ব্রিটিশ পরিচালক

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস-এ বিস্ফোরিত হয়েছে ব্রিটিশ টিভি অনুষ্ঠান পরিচালক মাইকেল মরিসের টেসলা গাড়ি। সে সময় গাড়িটি নিজেই চালাচ্ছিলেন তিনি, এমনটাই জানিয়েছেন তার স্ত্রী মার্কিন অভিনেত্রী মেরি ম্যাককরম্যাক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2018, 04:45 PM
Updated : 17 June 2018, 04:45 PM

এক টুইটে ওই দুর্ঘটনার ভিডিও পোস্ট করেছেন মেরি। তিনি বলেন, “কোনো দুর্ঘটনা নয়, একদম চিন্তার বাইরে, সান্টা মনিকা-তে। তাকে শনাক্ত করে বের করে আনা দম্পতিকে ধন্যবাদ।” 

এবিসি নিউজ-এর প্রতিবেদনে বলা হয়, কেউ এই ঘটনায় আহত হয়নি। আর এই ঘটনাকে “অসাধারণ অস্বাভাবিক ঘটনা” হিসেবে আখ্যা দিয়ে এ নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে টেসলা।

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা জানিয়েছে, জ্বালানীচালিত গাড়ির তুলনায় তাদের বৈদ্যুতিক গাড়িতে আগুন লাগার ঝুঁকি কম।

নিজের টুইটে মেরি বলে, “ঈশ্বরকে ধন্যবাদ আমার ছোট তিন মেয়ে তার সঙ্গে গাড়িতে ছিল না।”

দুর্ঘটনার পর অগ্নিনির্বাপকদের ডাকলে তারা এসে আগুন নিভিয়েছে বলে বিবিসি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরে মেরি’র আরেক টুইটে বলা হয়, “গাড়িটি কোনো অটোপাইলট বা অন্য কিছুতে যুক্ত টেসলা ছিল না। এট একটি সাধারণ টেসলা ছিল।”