পদ ছাড়লেন ফেইসবুকের জননীতিমালা প্রধান

ফেইসবুক থেকে অব্যাহতি নিয়েছেন প্রতিষ্ঠানটির জননীতিমালা ও যোগাযোগ প্রধান ইলিয়ট শ্রেইজ। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় থেকে শুরু করে নানা কেলেঙ্কারির সমালোচনায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2018, 06:54 PM
Updated : 15 June 2018, 06:54 PM

শ্রেইজ ২০০৮ সালে ফেইসবুকে যোগ দিয়েছিলেন। এর আগে তিনি মার্কিন ওয়েব জায়ান্ট গুগলের একই পদে কাজ করতেন।

মঙ্গলবার ফেইসবুকে এক পোস্টে তিনি বলেন, “ফেইসবুকের এক দশকেরও বেশি সময় ধরে কাজ করার পর, আমি আমার জীবনে নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।” দ্রুত উন্নত হতে থাকা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নীতিমালা ও যোগাযোগে নেতৃত্ব দেওয়া আনন্দের কিন্ত এতে ‘কাজের চাপও অনেক বেশি’ বলে মন্তব্য করেন তিনি, খবর আইএএনএস-এর।

কিন্তু এখনই ফেইসবুক ছেড়ে যাচ্ছেন না শ্রেইজ। তিনি বলেন, “মার্ক (জাকারবার্গ) আর শেরিল (স্যান্ডবার্গ) দায়িত্ব হস্তান্তরের সময়টাতে থেকে ও তারপরে বিশেষ প্রকল্পগুলোতে উপদেষ্টা হিসেবে সহায়তা করতে আহ্বান জানিয়েছেন-- আর আমি সহায়তা করতে খুশি।”

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটিতে প্রতিষ্ঠানটির অভ্যন্তরে অন্যতম প্রভাবশালী কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কেমব্রিজ অ্যানালিটিকা ডেটা কেলেঙ্কারীতে ফেইসবুকের জবাব তৈরিতে শ্রেইজ ছিলেন মূল চরিত্রদের একজন।