বয়সের ফাঁদে পড়া অ্যাকাউন্ট ফেরাবে টুইটার

বয়সের সীমাবদ্ধতার কারণে বন্ধ করে দেওয়া অ্যাকাউন্টগুলো ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। গত ২৫মে থেকে কার্যকর হওয়া ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)-এর নতুন প্রাইভেসি আইন মেনে চলতে এই পদক্ষেপ নিয়েছিল প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2018, 08:06 PM
Updated : 13 June 2018, 08:06 PM

একাধিক টুইটে বুধবার টুইটারের পক্ষ থেকে বলা হয়, অ্যাকাউন্ট খোলার সময় ১৩ বছর বয়স হয়নি কিন্তু এখন এই প্লাটফর্ম ব্যবহারের নূন্যতম বয়স হয়ে গিয়েছে তাদের অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাবে এমনটা টুইটার আশা করেননি — উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে। 

জেনারেল ডেটা প্রটেকশন (জিডিপিআর) আইন অনুযায়ী কোনো অনলাইন সেবা ব্যবহারে সর্বনিম্ন বয়স ১৩ বছর হতে হয়।    

এক টুইটে টুইটার সাপোর্টের পক্ষ থেকে বলা হয়, “আমরা সম্প্রতি নতুন প্রাইভেসি আইন (জিডিপিআর)-এর কারণে আমাদের সেবায় পরিবর্তন এনেছি।”

“এই অ্যাকাউন্টগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হয়, আর এমন বার্তা পাঠিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয় এই বলে যে, তাদের বয়স এখনও ১৩ বছরের নীচে।”

টুইটার জানিয়েছে তারা নীতিমালা অনুসারে ১৩ বছরের কমবয়সী কাউকে টুইটার অ্যাকাউন্ট খুলতে বা টুইট করতে দেয় না।