‘সস্তা’ অল-স্ক্রিন আইফোন আনছে অ্যাপল?

চলতি বছর অপেক্ষাকৃত কম মূল্যে অল-স্ক্রিন আইফোন আনতে পারে অ্যাপল, জানিয়েছেন কেজিআই সিকিউরিটিস-এর বিশ্লেষক মিং-চি কুয়ো।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2018, 12:12 PM
Updated : 11 June 2018, 12:12 PM

আগের বছর প্রথমবারের মতো নচসহ অল-স্ক্রিন আইফোন X বাজারে আনে অ্যাপল। কিন্তু ডিভাইসটির মূল্য শুরু হয় ৯৯৯ মার্কিন ডলার থেকে। এবার নচসহ একই ধরনের নতুন আইফোন আনতে পারে অ্যাপল। কুয়োর মতে নতুন এই আইফোনের মূল্য হতে পারে ৬০০ ডলার-- খবর আইএএনএস-এর।

রোববার প্রযুক্তি সাইট সিনেটের এক প্রতিবেদনে বলা হয়, “কুয়োর ধারণা ২০১৮ সালের বসন্তে তিনটি আইফোন উন্মোচন করতে পারে অ্যাপল। এর মধ্যে ৬.১ ইঞ্চি এলসিডি পর্দার আইফোনের দাম হবে অপেক্ষাকৃত কম। এছাড়া ৫.৮ ইঞ্চি ওলেড পর্দার ফ্ল্যাগশিপ (হতে পারে আইফোন X২) এবং ৬.৫ ইঞ্চি ওলেড পর্দার আইফোন প্লাস মডেল আনা হতে পারে।”

সুপার প্রিমিয়াম আইফোন X-এর পরবর্তী ৬.৫ ইঞ্চি সংস্করণের দাম এবারও অনেক বেশি হবে বলে জানিয়েছেন কুয়ো। এই ডিভাইসটির দাম ৯০০ থেকে ১০০০ মার্কিন ডলারের মধ্যে হবে বলে ধারণা করছেন তিনি।

সেপ্টেম্বর মাসে অ্যাপল ২০১৮ সালের নতুন তিনটি আইফোনের ঘোষণা দেবে বলে ধারণা করছেন কুয়ো।

আগের বছরও সেপ্টেম্বরে আইফোন X, আইফোন ৮ এবং আইফোন ৮প্লাস উন্মোচন করেছিল অ্যাপল। কিন্তু ডিভাইসগুলো বাজারে আনা হয় অক্টোবর এবং নভেম্বর মাসে।