চীনে গেল গুগলের দ্বিতীয় অ্যাপ

চীনে আরেকটি অ্যাপ উন্মোচন করেছে গুগল। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক ব্লগ পোস্টে বলা হয় ‘ফাইলস গো’ দেশটিতে উন্মোচন করা হয়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2018, 04:45 PM
Updated : 31 May 2018, 04:45 PM

চীনের চারটি অ্যাপ স্টোরে আনা হয়েছে এই অ্যাপটি। মার্কিন যুক্তরাষ্ট্রে আগের বছর ডিসেম্বরে এটি উন্মোচন করা হয়।

অনেক বছর ধরেই জিমেইলে, ইউটিউব, ম্যাপস-এর মতো গুগলের জনপ্রিয় সেবাগুলো বন্ধ বা সীমিত করে রেখেছে চীন। ফলে বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন বাজারটিতে অস্তিত্ব রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে গুগল।

ধারণা করা হচ্ছে ‘ফাইলস গো’ এর সেবা নিয়ে হয়তো মর্মাহত হবেন দেশটির সমালোচকরা। ফাইল মুছে ফেলার পরামর্শ দেওয়া, ছবি, ভিডি ও নথি সাজানো এবং অফলাইনে ফাইল শেয়ারের মতো সেবা দেয় অ্যাপটি।

২০১০ সালে চীন ছাড়ে গুগল। কিন্তু শত শত কোটি ইন্টারনেট ব্যবহারকারীর এই স্মার্টফোন বাজারকে এড়িয়ে যাওয়াটাও কঠিন। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে ব্যবসা বাড়ানোর লক্ষ্যে কাজ করেছে সার্চ জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।

এক বছর আগে চীনে ভাষা অনুবাদের অ্যাপ ‘গুগল ট্রান্সলেট’ উন্মুক্ত করা হয়। গুগল জানায় প্রথম পাঁচ মাসে দেশটিতে গুগল ট্রান্সলেট-এর গ্রাহক সংখ্যা বেড়েছে ৪০০ শতাংশ। তবে চীনে অ্যাপটির বর্তমান গ্রাহক সংখ্যা কতো তা জানানো হয়নি।