দ্বিতীয় পরীক্ষায় সফল ভার্জিন গ্যালাকটিকের রকেট

মঙ্গলবার দ্বিতীয় পরীক্ষায়ও সাফল্য পেয়েছে ভার্জিন গ্যালাকটিকের রকেটচালিত মহাকাশযান। এই মহাকাশযানে করে যাত্রীদের মহাকাশ ভ্রমণে নেওয়ার লক্ষ্য রয়েছে স্যার রিচার্ড ব্যানসনের প্রতিষ্ঠানটির।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2018, 09:30 AM
Updated : 30 May 2018, 09:30 AM

২০১৪ সালে প্রথমবার উৎক্ষেপণ করা হয় প্রতিষ্ঠানের মহাকাশযান ‘স্পেসশিপটু’। কিন্তু সেবার সফল হতে পারেনি তারা। দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনাও ঘটে। পরবর্তীতে এই নিয়ে দুইবার পরীক্ষামূলক ফ্লাইটে সফল হয়েছে প্রতিষ্ঠানের আরেক মহাকাশযান-- খবর প্রযুক্তি সাইট সিনেটের।

ভার্জিন গ্যালাকটিকের এই রকেটটির নাম বলা হচ্ছে ভিএসএস ইউনিটি। দুই মাসে এটি ছিল মহাকাশযানটির দ্বিতীয় উৎক্ষেপণ।

এর আগে এপ্রিল মাসে প্রথমবার উৎক্ষেপণ করা হয় ভিএসএস ইউনিটি। ভার্জিন গ্যালাকটিকের স্পেসশিপটু’র প্রাণঘাতি দুর্ঘটনার চার বছর পর সাফল্য পেয়েছে প্রতিষ্ঠানটি।

 

২০০৪ সালে প্রতিষ্ঠিত ভার্জিন গ্যালাকটিকের প্রত্যাশা যাত্রীদের মহাকাশ ভ্রমণ করানো। এর জন্য আড়াই লাখ মার্কিন ডলার গুণতে হবে আগ্রহী যাত্রীদের। কিন্তু এর জন্য এখনও এক দশক অপেক্ষা করতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যাত্রীদের মহাকাশ ভ্রমণে নেওয়ার প্রত্যাশাকারী একমাত্র প্রতিষ্ঠান নয় ভার্জিন গ্যালাকটিক। প্রতিদ্বন্দ্বীতায় রয়েছে জেফ বেজোসের ব্লু অরিজিন এবং ইলন মাস্কের স্পেসএক্স-ও।