এশিয়া প্যাসিফিকে উবারের দায়িত্বে অমিত জেইন

উবারের এশিয়া-প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের পারিচালন প্রধান হিসেবে পদোন্নতি পেয়েছেন উবার ইন্ডিয়া’র প্রেসিডেন্ট অমিত জেইন। ইমেইলে পাঠানো এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে বলে রয়টার্স-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2018, 01:28 PM
Updated : 28 May 2018, 01:28 PM

উবারের অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড জাপান হং কং এবং ভারতের পরিচালনা এই অঞ্চলের আওতাভূক্ত। 

ভারতে নতুন কোনো প্রধান আসার আগ পর্যন্ত জেইন-ই দায়িত্ব পালন করে যাবেন বলে জানিয়েছেন মার্কিন রাইড-শেয়ারিং প্রতিষ্ঠানটির এক মুখপাত্র।

ভারত উবারের সবচেয়ে দ্রুত বর্ধনশীল বাজারগুলোর একটি। উবারের মাধ্যমে হওয়া মোট রাইডের ১০ শতাংশই ভারতে হয়ে থাকে।

নিজেদের দক্ষিণপূর্ব এশিয়ার ব্যবসায় প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান গ্র্যাব-এর কাছে বিক্রি করে দেওয়ার কয়েক সপ্তাহ পর নতুন এই পদক্ষেপ নিলো উবার। এই বিক্রির পর ভারতেও উবার একই ধরনের পদক্ষেপ নিতে পারে বলে বাজারে আলোচনা শোনা যাচ্ছে। দেশটিতে উবারের প্রতিদ্বন্দ্বী হচ্ছে ওলা।

উবার আর ওলা, দুই প্রতিষ্ঠানের পেছনেই জাপানি প্রতিষ্ঠান সফটব্যাংকের হাত রয়েছে। সফটব্যাংক পর্দার আড়ালে থেকে উবার-গ্র্যাব চুক্তি সম্পন্নে অবদান রেখেছে। কিন্তু সফটব্যাংক ভারতেও একই ধরনেই একটি চুক্তি চায় কিনা তা এখনও স্পষ্ট নয়।

উবার জানিয়েছে, তারা ভারতে তাদের বিনিয়োগ দ্বিগুণ করবে।