খ্যাপা মাস্কের চোখ এবার সংবাদমাধ্যমে
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 May 2018 10:19 PM BdST Updated: 24 May 2018 10:19 PM BdST
-
ছবি- রয়টার্স
বুধবার একাধিক টুইটে সংবাদমাধ্যম নিয়ে তিক্ত বক্তব্য দিয়েছে ইলন মাস্ক।
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান মাস্ক বলেছেন, তার পরিকল্পনা হচ্ছে সংবাদ প্রতিবেদন আর এর সূত্র যাচাই করবে এমন একটি ওয়েবসাইট আনা।
সাম্প্রতিক সময়ে টেসলা নিয়ে কিছু সংবাদ প্রতিবেদন হয়েছে। ওই প্রতিবেদনগুলোতে টেসলার কারখানায় কর্মপরিবেশ আর এর বৈদ্যুতিক গাড়িতে ব্রেক নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। কয়েকটি প্রতিবেদন টেসলা গাড়ির দুর্ঘটনা নিয়েও ছিল। প্রচলিত জ্বালানীচালিত গাড়ির দুর্ঘটনা নিয়ে প্রতিবেদনের বিপরীতে টেসলা গাড়ির দুর্ঘটনা নিয়ে এমন আলাদা প্রতিবেদনকে অন্যায্য হিসেবেই দেখছেন মাস্ক। এ থেকেই একের পর এক উদ্ভাবনী ধারণা দেওয়ার খ্যাতি পাওয়া এ ব্যক্তির মাথায় সংবাদ যাচাইয়ের সাইট আনার নতুন ধারণার উদ্ভব, খবর বিবিসি’র।
মাস্ক তার টুইটে বলেন, “সমস্যা হচ্ছে সাংবাদিকরা সর্বোচ্চ ক্লিক পাওয়া আর বিজ্ঞাপনী ডলার আয় করতে সবসময় চাপে থাকেন, আর না হলে তাদেরকে বের করে দেওয়া হয়।”
“যেহেতু টেসলা বিজ্ঞাপন দেয় না, কিন্তু জীবাশ্ম জ্বালানী আর গ্যাস বা ডিজেলচালিত গাড়ির প্রতিষ্ঠানগুলো বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতাদের মধ্যে রয়েছে, তাই পরিস্থিতি জটিল।”
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বার্কলে’র অলাভজনক সংস্থা রিভিল-এর অনুসন্ধানী সাংবাদিকতায় সম্প্রতি টেসলার বিশাল গাড়ি নির্মাণ কারখানার নিরাপত্তা নিয়ে সমালোচনা করা হয়েছে।
এর আগে বিজ্ঞাপনী আয়মুক্ত এই প্রতিষ্ঠানটিকে ‘উগ্রপন্থী’ বলে আখ্যা দিয়েছিল টেসলা।
মাস্ক রিভিল দল সম্পর্কে বলেন- “বার্কলে’র কিছু ধনী পরিবারের সন্তান যারা তাদের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপকের কথার বাইরে কিছু ভাবতে পারে না।”
সংবাদমাধ্যম যাচাইয়ে নিজের আনা নতুন সাইটের নাম ‘প্রাভদা’ রাখবে। এটি ছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন-এর রাষ্ট্রমালিকানাধীন দৈনিক পত্রিকার নাম যার মানে হচ্ছে ‘সত্যি’।
-
অ্যাপে ফিটনেস ডেটা সমন্বয়ে গুগল-স্যামসাং জোট
-
বিটকয়েনের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান এক্সচেঞ্জ প্রধান
-
পিক্সেল ওয়াচে পুরনো চিপ রেখেছে গুগল?
-
কান্নার নতুন ফিল্টার অ্যাম্বার হার্ডকে নিয়ে নয়: স্ন্যাপচ্যাট
-
চাঁদ থেকে আসা মাটিতে প্রথমবার হলো সবজি চাষ
-
যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন আগরাওয়াল
-
উৎক্ষেপণ রেকর্ড আবার ভাঙতে যাচ্ছে স্পেসএক্স
-
জলজ উদ্ভিদের শক্তিতে চলেছে কম্পিউটার!
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কাকে চারশর নিচে থামানোর পর তামিম-জয়ের দৃঢ়তা
- সাকিবের ‘চায়নাম্যান ডেলিভারি’ আগে দেখেননি ম্যাথিউস
- বিদেশ সফর সীমিত হল সরকারি যেসব প্রতিষ্ঠানে
- ফের কমানো হল টাকার মান, ডলারের বাজার লাগামহীন
- খুলনায় অস্ত্রের মুখে দুই বোনকে ‘দলবেঁধে ধর্ষণ’
- ‘ট্রফি ধরে রাখতে আমরা জীবন দিয়ে দেব’
- যানজট নিরসনে রাত ৮টার পর দোকান বন্ধ চান মেয়র তাপস
- ছবি প্রকাশ, তাজমহলের সেই কুঠুরিতে ‘কোনো রহস্য নেই’
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- তামিম-জয়ের ব্যাটে ৬১ ইনিংসের খরা কাটানোর আশা