এবার ‘ইউ১২ প্লাস’ ফাঁস করলো এইচটিসি নিজেই

ভুল করে প্রতিষ্ঠানের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘ইউ১২ প্লাস’ ফাঁস করেছে এইচটিসি নিজেই। প্রতিষ্ঠানের ওয়েবসাইটের পরীক্ষামূলক সাবডোমেইনে দেখা গেছে নতুন ডিভাইসটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2018, 10:07 AM
Updated : 22 May 2018, 10:07 AM

সাবডোমেইনটিতে ছবি, কিছু স্পেসিফিকেশন এবং বাজারমূল্য ফাঁস হয়েছে ডিভাইসটির। ৬জিবি র‍্যাম এবং ১২৮জিবি স্টোরেজসহ ডিভাইসটির দাম বলা হয়েছে ৯২০ মার্কিন ডলার-- খবর প্রযুক্তি সাইট ভার্জ-এর।

নতুন এই ডিভাইসটি দিয়ে স্যামসাং গ্যালাক্সি এস৯, অ্যাপলের আইফোন X এবং হুয়াওয়ে পি২০ প্রো’র মতো ডিভাইসগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে এইচটিসি।

২০১৮ সালের অন্যান্য স্মার্টফোনের মতো নচ থাকছে না এইচটিসি ইউ১২ প্লাসে। ছয় ইঞ্চি ডাব্লিউকিউএইচডি+ রেজুলিউশান এলসিডি পর্দার সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর, ৬জিবি র‍্যাম, ৬৪জিবি বা ২৫৬জিবি স্টোরেজ এবং ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি থাকবে ডিভাইসটিতে।

এর পাশাপাশি ডিভাইসটির সামনে পেছনে ডুয়াল ক্যামেরা থাকতে পারে। এর মধ্যে পেছনে একটি ১২ মেগাপিক্সেল এবং অন্যটি ১৬ মেগাপিক্সেল সেন্সর থাকবে। আর সামনে দুটোই আট মেগাপিক্সেল সেন্সর রাখা হতে পারে।

অ্যান্ড্রয়েড ওরিও চালিত ইউ১২ প্লাসে আইপি৬৮ পানিনিরোধী ফিচার থাকবে বলেও ধারণা করা হচ্ছে।

বুধবার ডিভাইসটি উন্মোচনের কথা রয়েছে স্মার্টফোন নির্মাতা তাইওয়ানিজ  প্রতিষ্ঠানটির।