আইওএস অ্যাপ নির্মাতাদের ‘দ্য ডেভেলপারস ইউনিয়ন’

চলতি বছরের জুলাইয়ের মধ্যে অ্যাপ স্টোরে সব অ্যাপ বিনামূল্যে পরীক্ষা চালাতে দেওয়ার প্রতিশ্রুতি দিতে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলকে আহ্বান জানিয়েছে আইওএস অ্যাপ নির্মাতাদের একটি দল। সেই সঙ্গে “উপযুক্ত আয়ের ভাগ” নির্ধারণ করতেও বলবেন তারা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2018, 04:21 PM
Updated : 20 May 2018, 05:12 PM

বর্তমানে অ্যাপ স্টোরে অ্যাপগুলো থেকে নির্মাতাদের আয়ের ৩০ শতাংশ পায় অ্যাপল।

অ্যাপ নির্মাতাদের এই দল নিজেদেরকে “দ্য ডেভেলপারস ইউনিয়ন” হিসেবে আখ্যা দিচ্ছেন। শুক্রবার অ্যাপলের উদ্দেশ্যে এক খোলা চিঠি লিখে নিজেদের দাবি জানিয়েছে তারা, খবর আইএএনএস-এর।

ওই চিঠিতে বলা হয়, “আমরা বিশ্বাস করি যেসব মানুষ চমৎকার সফটওয়্যারগুলো বানান তাদের এর মাধ্যমেই নিজেদের জীবনযাপণ করতে পারা উচিৎ। তাই আমরা দ্য ডেভেলপারস ইউনিয়ন তৈরি করেছি যাতে অ্যাপস্টোরে নির্দিষ্ট মান বজায় রাখতে পরামর্শ দিতে পারি।”

এতে আরও বলা হয়, “আজ আমরা অ্যাপলকে অ্যাপ স্টোরের দশম বর্ষপূর্তির মধ্যে প্লাটফর্মটিতে সব অ্যাপ বিনামূল্যে পরীক্ষা চালানোর সুযোগ দেওয়ার অঙ্গীকার করতে আহ্বান জানাচ্ছি। এরপর, আমরা আয়ের ভাগ রাখার ক্ষেত্রে আরও উপযুক্ত হিসাব ও আমাদের সম্প্রদায়চালিত, নির্মাতা বান্ধব বদলের পরামর্শ দেব।”

বর্তমানে এই দলে ৩৫ জন আইওএস অ্যাপ নির্মাতা রয়েছেন বলে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।