গুগল ডুয়োতে এলো স্ক্রিন শেয়ারিং

গুগলের ভিডিও চ্যাটিং অ্যাপ ‘গুগল ডুয়ো’তে যোগ হয়েছে স্ক্রিন শেয়ারিং ফিচার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2018, 08:55 AM
Updated : 20 May 2018, 08:55 AM

গুগল ডুয়ো’র নতুন সংস্করণে যোগ হয়েছে এই ফিচারটি। এর মাধ্যমে বন্ধু ও পরিবারের সদস্যদেরকে সহজে প্রযুক্তি সমর্থন দিতে পারবেন গ্রাহক, বলা হয়েছে প্রযুক্তি সাইট এনগ্যাজেটের প্রতিবেদনে।

কলের সময় অ্যাপটিতে স্ক্রিন শেয়ারিং ফিচার পাবেন গ্রাহক। এর জন্য অ্যাপে নতুন একটি স্ক্রিন শেয়ারিং বাটন যোগ করা হয়েছে। বাটনটি চাপলে গ্রাহককে সতর্কবার্তা দেওয়া হবে যে, “ডুয়ো আপনার স্ক্রিনের সবকিছু দেখানো শুরু করবে”। গ্রাহক অনুমতি দিলে পর্দার চারপাশে একটি লাল দাগ দেখানো হবে। অন্য প্রান্তের গ্রাহক লাল দাগের ভেতরের উপাদানগুলোই দেখতে পাবেন বলে জানানো হয়েছে।

পর্দায় লাল রঙের বাটনের মাধ্যমে গ্রাহক তার ইচ্ছামত সময়ে স্ক্রিন শেয়ারিং বন্ধ করতে পারবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নতুন এই ফিচারটিতে এখনও কিছু ত্রুটি রয়েছে বলেও জানানো হয়েছে। এনগ্যাজেটের পক্ষ থেকে ফিচারটি পরীক্ষার সময় এটি ঠিকভাবে কাজ করেনি।

স্ক্রিন শেয়ারিং ফিচারটি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হতে পারে। কিন্তু গুগল ডুয়োতে ফিচারটি পুরোপুরোভাবে ব্যবহার করতে নতুন আপডেটের জন্য এখনও বেশ কিছু দিন অপেক্ষা করতে হচ্ছে গ্রাহককে।