আর১ স্মার্টফোন দিয়ে চালানো যাবে কম্পিউটার

‘আর১’ নামের নতুন একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন এনেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্টআইজান।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2018, 11:28 AM
Updated : 18 May 2018, 11:28 AM

১ টেরাবাইট স্টোরেজের এই স্মার্টফোন একটি কম্পিউটার পরিচালনা করতে সক্ষম বলে দাবি নির্মাতাদের।

এই স্মার্টফোন এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনের ৬৪জিবির মডেলের দাম রাখা হয়েছে ৫৪৯ ডলার, এখান থেকে শুরু করে ১টিবি’র দাম ১৩৯০ ডলার পর্যন্ত, বলা হয়েছেআইএএনএস-এর প্রতিবেদনে। 

ডুয়াল সিম-এর স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে কর্নিংয়ের গরিলা গ্লাস ৩ সুরক্ষাযুক্ত ৬.১৭ ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে। এর পেছনে রয়েছে ১২ মেগাপিক্সেল ও ২০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা, আর সামনে ব্যবহার করা হয়েছে ২৪ মেগাপিক্সেল ক্যামেরা। এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপফ্রাগন ৮৪৫ প্রসেসর। 

ছবি- স্মার্টআইজান

এই স্মার্টফোনের জন্য একটি ‘টাচ অ্যান্ড টক (টিএনটি)’ ওয়ার্কস্টেশন এনেছে স্মার্টআইজান, এর সঙ্গে রয়েছে একটি ২৭ ইঞ্চি মাল্টি-টাচ ৪কে ডিসপ্লে। একটি ডকের মাধ্যমে যুক্ত করে এটি ব্যবহার করা যাবে। এর দাম রাখা হয়েছে ১৫৭০ ডলার। চলতি বছর অগাস্ট থেকে এটি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

আরেক সাইট অ্যাবাকাস-এর প্রতিবেদনে বলা হয়, “যুক্ত করার পর কম্পিউটারটিতে স্মার্টআইজান-এর বানানো অ্যান্ড্রয়েডের ‘বিশেষায়িত সংস্করণ’ স্মার্টআইজান ওএস ৬.৬৬-এ চলে, এটি দেখতে অনেকটা ম্যাকওএস-এর মতো দেখায়।”