ফাঁস হলো এইচটিসি ‘ইউ১২ প্লাস’

এবার ছবি ও তথ্য ফাঁস হয়েছে এইচটিসি’র আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ইউ১২ প্লাস-এর। ২৩ মে ডিভাইসটি উন্মোচনের কথা রয়েছে স্মার্টফোন নির্মাতা তাইওয়ানিজ প্রতিষ্ঠানটির।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2018, 09:42 AM
Updated : 18 May 2018, 09:42 AM

নতুন এই ডিভাইসটির ছবি ও তথ্য ফাঁস করেছেন ইভান ব্লাস। জনপ্রিয় স্মার্টফোনগুলোর সঠিক তথ্য ফাঁস করায় খ্যাতি রয়েছে তার।

উই১২ প্লাসের ছবি ও তথ্য দিয়ে টুইট করেছেন ব্লাস। ডিভাইসটির একটি স্বচ্ছ সংস্করণের ছবি দিয়েছেন তিনি। স্বচ্ছ কাঁচের কারণে পেছন থেকে ডিভাইসটির ভেতরের হার্ডওয়্যার দেখা যায় বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।

ডিভাইসটির স্পেসিফিকেশনও জানিয়েছেনে ব্লাস। ডিভাইসটিতে ছয় ইঞ্চি ডাব্লিউকিউএইচডি+ রেজুলিউশান এলসিডি পর্দার সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর, ছয় জিবি র‍্যাম, ৬৪ জিবি বা ২৫৬ জিবি স্টোরেজ এবং ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি থাকবে বলে জানিয়েছেন তিনি।

এর পাশাপাশি ডিভাইসটির সামনে পেছনে ডুয়াল ক্যামেরা থাকতে পারে। এর মধ্যে পেছনে একটি ১২ মেগাপিক্সেল এবং অন্যটি ১৬ মেগাপিক্সেল সেন্সর থাকবে। আর সামনে দুটোই আট মেগাপিক্সেল সেন্সর রাখা হতে পারে।

অ্যান্ড্রয়েড ওরিও চালিত ইউ১২ প্লাসে আইপি৬৮ পানিনিরোধী ফিচার থাকবে বলেও ধারণা করা হচ্ছে।