আইওএস-এ এলো গুগল নিউজ

গেল সপ্তাহে আই/ও ডেভেলপার কনফারেন্সে করা প্রতিশ্রুতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে আইওএস-এর জন্য ‘গুগল নিউজ’ এনেছে ওয়েব জায়ান্ট গুগল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2018, 05:01 PM
Updated : 17 May 2018, 05:01 PM

বুধবার প্রযুক্তি সাইট এনগ্যাজেট-এর প্রতিবেদনে বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত এই অ্যাপে সংবাদ খুঁজে বের করা, সত্যতা যাচাই আর যথাযথ তথ্য তুলে আনতে মেশিন লার্নিং প্রযুক্তিসম্পন্ন অ্যাপ ব্যবহার করা হয়েছে।

গুগল নিউজ অ্যাপটিতে তিনটি অপশন রাখা হয়েছে, “ফর ইউ”, “ফুল কভারেজ” আর “নিউজস্ট্যান্ড”। পড়ার অভ্যাসের উপর ভিত্তি করে ব্যবহারকারীকে সবচেয়ে উপযোগী সংবাদ খুঁজে পেতেই এই অপশনগুলো আনা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে। সেই সঙ্গে কোনো একটি প্রকাশনায় সাবস্ক্রাইব করা ও সেই কনটেন্ট দেখতে পাওয়ার সুযোগও পাবেন ব্যবহারকারীরা। 

এই অ্যাপে ‘ফেভারিট সেকশন’ নামের একটি ফিচারও রয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা বিনোদন, সংবাদ, শিক্ষা বা এ ধরনের বিষয়ের কনটেন্টে তারকা চিহ্ন দিতে পারবেন।

২০১৪ সালে আইওএস-এ আগের গুগল প্লে নিউজস্ট্যান্ড-এর নতুন আসা গুগল নিউজ অ্যাপটি জায়গায় আনা হয়।