এক আইফোন X-এর দাম সাড়ে চার হাজার ডলার

বিক্রয়মূল্যের দিক থেকে অ্যাপলের সবচেয়ে দামী আইফোন হলো ‘আইফোন X’। দামী এই আইফোনের মূল্য আরও কয়েক গুণ বাড়িয়েছে রাশিয়ান অ্যাকসেসোরি নির্মাতা প্রতিষ্ঠান ক্যাভিয়ার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2018, 04:13 PM
Updated : 17 May 2018, 04:13 PM

বর্তমানে আইফোন X-এর বাজার মূল্য ৯৯৯ মার্কিন ডলার। আর সৌরশক্তি চালিত ক্যাভিয়ার সংস্করণের দাম পড়বে প্রায় ৪৫০০ মার্কিন ডলার-- খবর প্রযুক্তি সাইট ভার্জ-এর।

আইফোন X-এর জন্য সৌর কোষ বসানো পাতলা একটি কেইস বানিয়েছে ক্যাভিয়ার। এর নাম দেওয়া হয়েছে আইফোন X ‘টেসলা’। সরাসরি আইফোন X এর পেছনে লাগানো থাকবে সৌরকোষযুক্ত কেইসটি, যা বাড়তি একটি ব্যাটারিকে চার্জ করে বলে জানানো হয়েছে।

ক্যাভিয়ারের দাবি আইপি৬৭ মানের পানি ও ধুলা নিরোধী করা হয়েছে কেইসটি।

কেইসযুক্ত ক্যাভিয়ারের প্রথম আইফোন X-এ খোদাই করে লেখা হয়েছে “পৃথিবীতে মানুষের দ্বারা তৈরি।” এ ধরনের মাত্র ৯৯৯টি ডিভাইস বাজারে আনবে ক্যাভিয়ার। আর প্রতিটিতে আলাদাভাবে সংখ্যা বসানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আইফোন X টেসলা ৬৪ গিগাবাইট মডেলের বাজার মূল্য বলা হয়েছে ৪৫৫৫ মার্কিন ডলার। আর ২৫৬ গিগাবাইট মডেলের দাম পড়বে ৪৮০৫ মার্কিন ডলার। তবে রাশিয়া থেকে আমদানি করতে বাড়তি কর এবং শুল্ক যোগ হতে পারে।