ফেইসমোজি কিবোর্ড ডাউনলোড তিন কোটিরও বেশিবার

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইদু সোমবার জানিয়েছে তাদের থার্ড-পার্টি অ্যাপ ‘ফেইসমোজি কিবোর্ড’ ডাউনলোডের সংখ্যা তিন কোটি ছাড়িয়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2018, 04:57 PM
Updated : 14 May 2018, 04:57 PM

চীনের গুগল হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটির এই কিবোর্ড ধীরে ধীরে ভারতে জনপ্রিয় হয়ে উঠছে বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।  এই কিবোর্ডের সঙ্গেই রয়েছে ইমোজি, জিফ, স্টিকার আর ইমোটিকন। কিবোর্ডটি শতাধিক ভাষা সমর্থন করে যার মধ্যে ২২টি ভারতীয় উপভাষা, বলা হয়েছে বাইদু’র বিবৃতিতে।

‘বিশেষায়িত করার সুযোগ থাকা’ এই কিবোর্ডে সহজ স্পিচ-টু-টেক্সট ফাংশন এর জন্য ভয়েস রিকগনিশন ফিচার রয়েছে।

ফেইসমোজি কিবোর্ড ২০০৮ সালে প্রথম ‘সিমেজি’ নামে জাপানে চালু করা হয়েছিল। চলতি বছরের শেষে এই কিবোর্ডের মাধ্যমে তিনগুণ বেশি আয় করার আশা করছে বাইদু। 

এদিকে চলতি স্বচালিত গাড়ি প্রকল্প নিয়েও আগাচ্ছে বাইদু। চলতি বছর মার্চে বেইজিংয়ে স্বচালিত গাড়ি পরীক্ষার অনুমতি পেয়েছে প্রতিষ্ঠানটি। বেইজিংয়ের রাস্তায় এমন উন্মুক্ত পরীক্ষার লাইসেন্স বাইদু’ই প্রথম পায়। সে সময় এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, বেইজিংয়ে তাদেরকে শহরের কম জনসংখ্যার এলাকাগুলোতে মোট প্রায় ১০৫ কিলোমিটারের ৩৩টি রাস্তায় পরীক্ষা চালানোর অনুমতি দেওয়া হয়েছে।