রোবট কুকুর বিক্রি করবে বস্টন ডায়নামিকস

স্পটমিনি রোবট কুকুর বিক্রির পরিকল্পনা করছে বস্টন ডায়নামিকস।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2018, 11:51 AM
Updated : 12 May 2018, 11:51 AM

শুক্রবার প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চের এক অনুষ্ঠানে রোবট নির্মাতা প্রতিষ্ঠানটি জানায়, ২০১৯ সালে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হবে রোবটটি। বর্তমানে প্রাক-উৎপাদন পর্যায়ে রয়েছে স্পটমিনি। সামনের বছর এটি বাণিজ্যিকভাবে বাজারে আনা হবে।

বস্টন ডায়নামিকস প্রতিষ্ঠাতা মার্ক রেইবার্ট বলেন, “অফিসে কী হতে পারে সে চিন্তা থেকেই স্পটমিনির ধারণা এসেছে, এমন জায়গা যেখানে আরও বেশি ব্যবসায়িক প্রয়োগ রয়েছে এবং সবশেষে বাড়িতে।” সবশেষে আপনি অবশ্যই এটি বাড়িতে চান, তাই না?

সম্প্রতি নতুন এই রোবট কুকুরটির কিছু ভিডিও পোস্ট করেছে বস্টন ডায়নামিকস। এতে দেখা গেছে রোবটটি কীভাবে দরজা খোলা শিখছে। দরজা খোলার পাশাপাশি রোবোটিক হাত দিয়ে আরও অনেক কাজ করতে পারে স্পটমিনি। আড়াই ফুট উঁচু এই রোবটের ওজন প্রায় ৬৬ পাউন্ড বা ৩০ কেজি। ৩-ডি ভিশন প্রযুক্তির মাধ্যমে দেখতে পারে রোবটটি। এতে মোট ১৭টি কব্জা রয়েছে বলে ওয়েবসাইটে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

বস্টন ডায়নামিকস জানায় ব্যাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য চলতি বছরের শেষ দিকে ১০০টি স্পটমিনি রোবট বানাবে চুক্তিবদ্ধ নির্মাতা প্রতিষ্ঠান। ২০১৯ সালে রোবটটির বাড়তি উৎপাদন শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের।

নতুন এই রোবট কুকুরের বাজার মূল্য কতো হবে তা জানানো হয়নি। তবে এটির দাম অনেকটা চড়া হবে বলেই ধারণা করা হচ্ছে।