ইউটিউব থেকে বিজ্ঞাপন সরাচ্ছে সিসকো

ইউটিউব থেকে সব অনলাইন বিজ্ঞাপন সরিয়ে নিচ্ছে নেটওয়ার্কিং পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সিসকো সিস্টেমস।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2018, 05:58 PM
Updated : 11 May 2018, 05:58 PM

বিনামূল্যের ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মটিতে স্পর্শকাতর কনটেন্টে বিজ্ঞাপন দেখানোর শংকা থেকেই এমন পদক্ষেপ নিয়েছে সিসকো, বুধবার প্রতিষ্ঠানটি প্রধান বিপনণ কর্মকর্তা ক্যারেন ওয়াকার এক ব্লগ পোস্টে এ কথা বলেন।

বৃহস্পতিবার সিসকো’র ওয়েবসাইট থেকে ওই ব্লগ সরিয়ে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে, খবর রয়টার্স-এর। এতে বলা হয়েছিল, প্রতিষ্ঠানটি এটি পছন্দ করবে না যে তাদের বিজ্ঞাপন “দুর্ঘটনাবশত ভুল জায়গায় দেখানো হবে, যেমন স্পর্শকাতর কনটেন্টযুক্ত কোনো স্ট্রিমিং ভিডিওতে।” যদিও ইউটিউবে সিসকো’র ভিডিও কনটেন্ট শেয়ার করা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

গুগল অধীনস্থ ইউটিউবের পক্ষ থেকে বলা হয়, তারা পরিবর্তন আনতে বিজ্ঞাপনদাতাদের সঙ্গে চুক্তি করেছে।  

গুগলের এক মুখপাত্র বলেন, “আমরা কীভাবে কঠোর নীতিমালা, উন্নত নিয়ন্ত্রণ ও আরও বেশি স্বচ্ছতার সঙ্গে ইউটিউবের আয়ের কৌশল নিতে পারি তা নিয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে আমরা বিজ্ঞাপনদাতাদের সঙ্গে জোট বেঁধেছি।  

এপ্রিলে সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, ইউটিউবে সিসকোসহ তিন শতাধিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন চরমপন্থী চ্যানেলগুলোতে দেখানো হয়। এই খবর প্রকাশের পরই সিসকো’র এই সিদ্ধান্ত এলো।